ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

সাত মাস পর ফিরেও ব্যর্থ কোহলি, ফিরলেন শূন্য রানে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, অক্টোবর ১৯, ২০২৫
সাত মাস পর ফিরেও ব্যর্থ কোহলি, ফিরলেন শূন্য রানে

সাত বল ধরে কোনো রান না করেই হয়তো একটু অধৈর্য হয়ে উঠেছিলেন বিরাট কোহলি। অফস্টাম্পের বাইরে ফুল লেংথ বল দেখে শরীর থেকে অনেক দূর এগিয়ে ব্যাট চালালেন তিনি।

বলটা উড়ে গেল পয়েন্টের দিকে; সেখানে বাঁদিকে ডাইভ দিয়ে দুই হাতে মুঠোবন্ধ করলেন কুপার কনোলি। মিচেল স্টার্কের বলে ক্যাচ আউট হয়ে মাথা নিচু করে ফিরলেন কোহলি।

ভারতের জার্সিতে সাত মাস পর মাঠে নেমেই পেলেন ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম ‘ডাক’। টি-টোয়েন্টি ও টেস্ট থেকে সরে দাঁড়ানোর পর কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে এখন একমাত্র ভরসা ওয়ানডে। গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ছিল তার শেষ ম্যাচ। দীর্ঘ বিরতির পর ফেরার ম্যাচটা রূপকথা নয়, বরং হতাশার। ৩৬ বছর বয়সী এই ব্যাটার ফিরেছেন ৮ বলে শূন্য রানে। এর আগে ওয়ানডেতে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রান করেছিলেন ২০২৩ সালে, ইংল্যান্ডের বিপক্ষে (৯ বলে)।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে শুরু হওয়া এই ম্যাচ দিয়ে ভারতের ওয়ানডে দলে যেন এক নতুন যুগের সূচনা। নতুন অধিনায়ক হিসেবে অভিষেক হলো শুবমান গিলের। সামনে বিশ্বকাপকে লক্ষ্য করেই এই অধ্যায় শুরু, যেখানে রোহিত শর্মা ও বিরাট কোহলির শেষ অধ্যায়েরও আভাস মিলছে।

রোহিতের বাস্তবতাও প্রায় এক। অন্য দুই সংস্করণ থেকে নিজেকে সরিয়ে এখন কেবল ওয়ানডেতেই মনোযোগ তার। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এটাই ছিল তার দেশের হয়ে ফেরার ম্যাচ, আবার অধিনায়কত্ব হারানোর পর প্রথম ম্যাচও। আরও ফিট হয়ে, প্রায় ১০ কেজি ওজন ঝরিয়ে দলে ফিরলেও শুরুটা ভালো হয়নি ৩৮ বছর বয়সী এই ব্যাটারের। জশ হেইজেলউডের বাউন্সারে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন ১৪ বলে ৮ রান করে।

নতুন অধিনায়ক শুবমান গিলও ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি। ন্যাথান এলিসের লেগ স্টাম্পের বাইরের বলটা আলগাভাবে খেলতে গিয়ে তিনি ক্যাচ দেন ১৮ বলে ১০ রান করে।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।