ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

হৃদয়-অঙ্কনের ব্যাটে টেনেটুনে ২০০ পার বাংলাদেশের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, অক্টোবর ১৮, ২০২৫
হৃদয়-অঙ্কনের ব্যাটে টেনেটুনে ২০০ পার বাংলাদেশের সংগৃহীত ছবি

চেনা পিচে অচেনা বাংলাদেশ। ব্যাটিংয়ে রান তুলতে হিমশিম খাওয়ার পাশাপাশি উইকেট পড়লো একের পর এক।

মাঝে তাওহীদ হৃদয় ও মাহিদুল ইসলাম অঙ্কন মিলে বিপর্যয় কিছুটা সামাল দিলেন। শেষদিকে রিশাদ হোসেনের ক্যামিওতে ভর করে টেনেটুনে ২০০ পার করল স্বাগতিকরা।

শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয় স্বাগতিকরা।

বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা ছিল ভয়াবহ। ইনিংসের প্রথম তিন ওভারের মধ্যেই সাজঘরে ফেরেন দুই ওপেনার সাইফ হাসান (৩) ও সৌম্য সরকার (৪)। ৮ রানে দুই ওপেনার হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর কিছুটা প্রতিরোধ গড়েন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। এই জুটি তৃতীয় উইকেটে যোগ করেন ৭১ রান। তবে শান্ত (৩২) ধীরগতির ইনিংস খেলে এলবিডব্লিউ হন খারি পিয়েরের বলে।

এরপর দলের হাল ধরেন হৃদয় ও মাহিদুল ইসলাম অঙ্কন। দু’জনের ব্যাটে ভর করে একসময় স্কোরবোর্ডে কিছুটা গতি আসে। হৃদয় করেন ৯০ বলে ৫১ রান, অঙ্কন ৭৬ বলে ৪৬ রান। ৩৫তম ওভারে গ্রিভসের বলে উইকেট দেন হৃদয়, অঙ্কনকে ফেরান রোস্টন চেজ। অভিষিক্ত অঙ্কন চার রানের জন্য ফিফটি ছুঁতে পারেননি।

শেষদিকে রিশাদ হোসেন ঝড় তোলার চেষ্টা করেন। মাত্র ১৩ বলে ২৬ রান করে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দেন এই লেগ স্পিনার। কিন্তু বাকিরা টিকতে পারেননি। শেষ ১০ ওভারে ৫ উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১৭, নুরুল হাসান ৯, তাসকিন ০, মোস্তাফিজ ১ রানে আউট হন।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুর্দান্ত বোলিং করেন খারি পিয়েরে ও রোস্টন চেজ। পিয়েরে ১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ১ উইকেট, চেজ ২টি, জাস্টিন গ্রিভস ২টি, জেডেন সিলস ৩টি এবং রোমারিও শেফার্ড ১টি উইকেট শিকার করেন।

এফবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।