ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

‘অমানবিক ও বর্বর’: পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত, ক্ষোভে ফুঁসছেন রশিদ-নবীরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৩, অক্টোবর ১৮, ২০২৫
‘অমানবিক ও বর্বর’: পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত, ক্ষোভে ফুঁসছেন রশিদ-নবীরা

পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় প্রাণ হারানো তিন স্থানীয় ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে আফগানিস্তানের ক্রিকেট অঙ্গন। শোকাহত অধিনায়ক রশিদ খান থেকে শুরু করে ফজলহক ফারুকি, মোহাম্মদ নবী ও রহমানউল্লাহ গুরবাজ— সবাই কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন হামলার বিরুদ্ধে।

শনিবার পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে তিন স্থানীয় ক্রিকেটার নিহত হন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) নিহতদের নাম জানিয়েছে— কাবির, সিবঘাতুল্লাহ ও হারুন। তারা উরগুন থেকে শারান শহরে গিয়েছিলেন একটি প্রীতি ম্যাচ খেলতে।

এ ঘটনার পরপরই পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে নভেম্বরে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ম্যাচগুলো হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডি ও লাহোরে, ১৭ থেকে ২৯ নভেম্বরের মধ্যে।

অধিনায়ক রশিদ খান সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) লিখেছেন, 'পাকিস্তানের বিমান হামলায় সাধারণ মানুষ ও তরুণ ক্রিকেটারদের প্রাণহানিতে আমি গভীরভাবে মর্মাহত। যারা একদিন দেশের জার্সি গায়ে খেলার স্বপ্ন দেখত, সেই প্রতিভাবান তরুণদের এমন পরিণতি অকল্পনীয় ট্র্যাজেডি। '

রশিদ আরও লিখেছেন, 'নাগরিক স্থাপনায় হামলা করা সম্পূর্ণ অনৈতিক ও বর্বরতা। এই অমানবিক ও বেআইনি কাজগুলো মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন, যা উপেক্ষা করা যায় না। '

ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ানোর এসিবির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, 'নিরপরাধ প্রাণ হারানোর এই মুহূর্তে আমি বোর্ডের সিদ্ধান্তকে সমর্থন জানাই। জাতীয় মর্যাদা সবকিছুর আগে। '

আফগান পেসার ফজলহক ফারুকি ফেসবুকে লিখেছেন, 'নিরীহ বেসামরিক ও আমাদের ঘরোয়া ক্রিকেটারদের হত্যাযজ্ঞ এক নৃশংস ও ক্ষমার অযোগ্য অপরাধ। '

সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী বলেছেন, 'এটি শুধু পাকতিকা নয়, পুরো আফগান ক্রিকেট পরিবারের জন্য শোকের দিন। '

উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজ লিখেছেন, 'পাকতিকা প্রদেশের আরঘুন জেলায় আমাদের কয়েকজন ক্রিকেটার শহিদ হয়েছেন। মহান আল্লাহ তাঁদের জান্নাতুল ফেরদৌস দান করুন এবং আমাদের দেশের শত্রুদের চির অপমানিত করুন। '

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।