নারী ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড নারী দল প্রথমে ব্যাট করে ২৪৪ রান তুললেও অস্ট্রেলিয়া নারী দল জিতেছে সহজেই।
প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডকে ভালো সূচনা এনে দেন ওপেনার ট্যামি বোমন্ট। ইনিংস গড়ে তোলেন তিনি ১০৫ বলে ৭৮ রানের ধৈর্যশীল ইনিংস। সঙ্গী অ্যামি জোন্স করেন ১৮ রান, আর অধিনায়ক হিদার নাইট যোগ করেন ২০ রান।
মাঝপথে কয়েকটি দ্রুত উইকেট হারালেও ইনিংসের শেষভাগে অ্যালিস ক্যাপসির ৩২ বলে ৩৮ রানের ঝড়ো ব্যাটিং কিছুটা গতি দেয় ইংল্যান্ডকে। নির্ধারিত ৫০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ২৪৪, ৯ উইকেটের বিনিময়ে।
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অ্যানাবেল সাদারল্যান্ড। তিনি ১০ ওভারে ৬০ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। এছাড়া সোফি মোলিনিউক্স ও গার্ডনার নেন ২টি করে উইকেট।
২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভয়াবহ ছিল অস্ট্রেলিয়ার। ২৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে দলটি। তবে এরপরই শুরু হয় গার্ডনার-সাদারল্যান্ডের দাপট।
অ্যানাবেল সাদারল্যান্ড ১১২ বলে ৯৮ রান করেন, আর অপর পাশে থেকে অ্যাশলি গার্ডনার খেলেন ৭৩ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস, যাতে ছিল ১৬টি চার ও ১টি ছক্কা। তাদের জুটিতে ভর করে সহজেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডের হয়ে ২ উইকেট নেন স্মিথ। এছাড়া সোফি একলেস্টোন ও বেল নেন একটি করে উইকেট। দলের পক্ষে বোলিং আক্রমণ কার্যকর করতে না পারায় শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় হিদার নাইটদের।
এফবি