ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অবসর নিলেন হপকিন্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৪
অবসর নিলেন হপকিন্স গ্যারেথ হপকিন্স

ঢাকা: নিউজিল্যান্ড দলের সাবেক উইকেটরক্ষক গ্যারেথ হপকিন্স ক্রিকেট থেকে অবসর নিলেন। ২০১০ সালে আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ দেখা গিয়েছিল তাকে।

৩৭ বছর বয়সী এই ক্রিকেটার চারটি টেস্ট, ২৫টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলেছেন।

১৯৯৬ সালে ক্রিকেটে আসা হপকিন্স ঘরোয়া মঞ্চে নর্দান ডিস্ট্রিক্টস, ক্যান্টারবুরি, ওটাগোর হয়ে খেলে ২০০৭-০৮ মৌসুমে অকল্যান্ডে যোগ দেন। এইখানেই ক্যারিয়ারের শেষ ম্যাচ খেললেন তিনি। ১৫৮টি প্রথম শ্রেনীর ম্যাচ খেলে সাত হাজার ৫৫০ রান করে ক্যারিয়ারকে বিদায় বললেন। তার ঝুলিতে আছে ১৭টি শতক ও ৩৪টি অর্ধশতক। এছাড়া তিনি ৪৩৫টি ক্যাচ ও ২৬টি স্ট্যাম্পিং করেছেন।

লিস্ট এ’র ম্যাচে অংশ নিয়েছেন ২০৩ বার। ২৭.১১ গড়ে করেছেন চার হাজার ১৩ রান। আর ৮৩টি-টোয়েন্টি ম্যাচে ১২ হাজার ৭৯ রান করেছেন। তার বড় অর্জন বলতে দলকে নেতৃত্ব দিয়ে ২০১১ ও ২০১২ সালে এইচআরভি কাপ জেতান।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ১১ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।