ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচে ১৭ লাখ টুইট

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
ভারত-পাকিস্তান ম্যাচে ১৭ লাখ টুইট ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপের এগারোতম আসরের চতুর্থ ম্যাচটি (ভারত-পাকিস্তান) নিয়ে ষোল লাখ ৯৪ হাজার টুইট হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে ম্যাচটি নিয়ে আড়াই কোটি পোস্ট হয়েছে।



মজার বিষয় এই, ম্যাচটি নিয়ে যে আড়াই কোটি পোস্ট হয়েছে তার মধ্যে ৫৯ লাখ ভারতীয়ই করেছেন এক কোটি ৬৯ লাখ। আর এগারো লাখ পাকিস্তানি করেছেন ৩৩ লাখ পোস্ট।

টুইট ও পোস্টগুলোতে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে এগিয়ে ছিলেন ডানহানি স্টাইলিশ ব্যাটসম্যান বিরাট কোহলি। আর পাকিস্তানি খেলোয়াড়দের মধ্যে ডানহাতি বোলার সোহাইল খান।   

এদিকে, ম্যাচটির প্রতি মিনিটে সর্বাধিক টুইট হয়েছে পাকিস্তানের ৭৬ রানে হারের পর। ওই সময় মিনিটে সর্বোচ্চ ৯ হাজার ৯৮৭টি টুইট হয়। এছাড়া বিরাট কোহলির সেঞ্চুরির পর মিনিটে ৭ হাজার ১৫৯টি এবং আউট হওয়ার পর মিনিটে ৬ হাজার ৯১৬টি টুইট হয়।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।