ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বিপিএলে ফিরছেন তামিম ইকবাল, বরিশালের হয়েই খেলবেন?

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, অক্টোবর ১৩, ২০২৫
বিপিএলে ফিরছেন তামিম ইকবাল, বরিশালের হয়েই খেলবেন? তামিম ইকবাল

ডিসেম্বরেই শুরু হচ্ছে দেশের সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ইতোমধ্যে আয়োজনের প্রস্তুতি শুরু করেছে বিসিবি ও আয়োজক কমিটি।

তবে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবার থাকছে কি না তা নিয়ে তৈরি হয়েছিল নানা গুঞ্জন। অবশেষে মুখ খুলেছেন দলটির মালিক মিজানুর রহমান জানিয়েছেন, বরিশাল বিপিএলে খেলতে আগ্রহী, খেললে দলে থাকবেন তামিম ইকবালও।

সাম্প্রতিক সময়ে সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তামিম। অনেকে মনে করেছিলেন, তার এই সিদ্ধান্ত বিপিএলেও প্রভাব ফেলবে। তবে বরিশালের মালিক ভিন্ন মত পোষণ করছেন।

তিনি দেশের এক গণমাধ্যমকে বলেন, আমি মনে করি না তামিম বিপিএলে খেলবেন না। তিনি যে ক্রিকেট বয়কটের কথা বলেছেন, সেটা সাধারণ ম্যাচের প্রসঙ্গে। বিপিএল হলে আমি তাকে অনুরোধ করব খেলতে, এবং আমার বিশ্বাস যদি বরিশাল অংশ নেয়, তামিমও অবশ্যই মাঠে নামবেন।

তামিমের নেতৃত্বে গত আসরেই প্রথমবারের মতো শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল। ফলে দলটির সমর্থকদের প্রত্যাশা, তামিমকে আবারও বরিশালের জার্সিতে দেখা যাবে আসন্ন মৌসুমে।

তবে এক দিক থেকে কিছুটা উদ্বেগ আছে বরিশাল শিবিরে। পর্যাপ্ত প্রস্তুতির সময় না পাওয়ায় তারা বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে সময়সূচি কিছুটা পেছানোর অনুরোধ জানিয়েছে। তাদের দাবি, এত অল্প সময়ে দল গঠন, খেলোয়াড়দের চুক্তিবদ্ধ করা এবং অন্যান্য লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন করা কঠিন।

বরিশাল কর্তৃপক্ষের আশা, টুর্নামেন্টের সময়সূচি কিছুটা পিছিয়ে দেওয়া হলে দলগুলো আরও ভালোভাবে নিজেদের তৈরি করতে পারবে।

উল্লেখ্য, বিসিবি ইতোমধ্যে জানিয়েছে, আসন্ন বিপিএলে মোট পাঁচটি দল অংশ নেবে এবং টুর্নামেন্ট শুরু হবে ডিসেম্বরের মাঝামাঝি। এখন দেখার বিষয়, ফরচুন বরিশাল ও তামিম ইকবাল আবারও একসাথে মাঠ মাতাতে পারে কি না।

এফবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।