ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ দলের শুভকামনায় রাবিতে শোভাযাত্রা

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
বাংলাদেশ দলের শুভকামনায় রাবিতে শোভাযাত্রা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: ‘প্রার্থনা কোটি হৃদয় মাঝে, মাঠে নামো বীরের সাজে’ স্লোগানে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ ও শুভকামনা জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত সম্মিলিত বিশ্বকাপ ক্রিকেট-২০১৫ উদযাপন কমিটির ব্যানারে শিক্ষার্থীরা এ শোভাযাত্রার আয়োজন করেন।



শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এতে অংশ নেওয়া সহস্রাধিক শিক্ষার্থী বিভিন্ন সাজে সেজে নেচে-গেয়ে ক্যাম্পাস মাতিয়ে তোলেন।

এ সময় অনেককে বাংলাদেশ দলের পতাকা ও বিভিন্ন খেলোয়ারের ছবি সম্মলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়।

সম্মিলিত বিশ্বকাপ ক্রিকেট-২০১৫ উদযাপন কমিটির সদস্য সচিব সাজু সরদার বাংলানিউজকে বলেন, বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে ভালো করবে। দলকে উৎসাহ দিতে এবং শুভকামনা জানিয়ে এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।