ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

সেনওয়ারির নবম অর্ধশতক

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৬, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
সেনওয়ারির নবম অর্ধশতক

ঢাকা: একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ওডিআই) নবম অর্ধশতক হাঁকালেন আফগান ব্যাটসম্যান সামিউল্লা সেনওয়ারি। বিশ্বকাপের এগারোতম আসরের ১৭তম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তিনি এ অর্ধশতক হাঁকান।

তার এ ইনিংসে রয়েছে ৬টি চার।

এ ম্যাচ বাদে ৪৬টি ওডিআই খেলা সেনওয়ারির সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮২। মোট রান এক হাজার ৯৮।

২০০৯ সালের ১৯ এপ্রিল স্কটল্যান্ডের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সেনওয়ারির। ম্যাচে আরেক আফগান ব্যাটসম্যান জাভেদ আহমাদিও অর্ধশতক (৫১) হাঁকান।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।