ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ের বিপক্ষে শঙ্কামুক্ত শেহজাদ

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
জিম্বাবুয়ের বিপক্ষে শঙ্কামুক্ত শেহজাদ ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যাঙ্কেল ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে পরবর্তী ম্যাচে আহমেদ শেহজাদের মাঠে নামা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছিল। তবে, পাকিস্তানের এই ডানহাতি ব্যাটসম্যান এখন অনেকটাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন দলের ফিজিওথেরাপিস্ট।



পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রেস রিলিজে শেহজাদের চোট পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। তাতে বলা হয়, বৃহস্পতিবার দলের অনুশীলনের সময় ফিল্ডিং করতে গিয়ে চোট পান শেহজাদ।

ফিজিওথেরাপিস্ট ব্রাড রবিনসন বলেন, ‘স্ক্যান রিপোর্ট অনুযায়ী শেহজাদের ইনজুরি তেমন মারাত্মক নয়। এমআরআই রিপোর্টও ইতিবাচক। আমি আত্মবিশ্বাসী যে, জিম্বাবুয়ের বিপক্ষে শেহজাদ মাঠে নামতে পারবে। ’

তিনি আরও বলেন, ‘পুরোপুরি সেরে উঠতে শেহজাদের পায়ের গোড়ালিতে প্রতিদিনই আইস (বরফ) থেরাপি দেওয়া হচ্ছে। আগামী এক সপ্তাহ তাকে পর্যবেক্ষনে রাখা হবে। এ অবস্থায় খেলতে কোনো বাধা নেই। ’

উল্লেখ্য, ব্রিসবেনে মার্চের এক তারিখে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় দু’দলের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘন্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।