ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন ব্রাভো

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন ব্রাভো

ঢাকা: হ্যামিস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন ওয়েস্ট ইন্ডিজের টপঅর্ডার ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো। গত সপ্তাহে ক্রাইসচার্চে পাকিস্তানের বিপক্ষে ক্যারিবীয়দের জয়ের ম্যাচে ব্যাটিং করতে গিয়ে চোট পেয়েছিলেন ব্রাভো।



এর আগে হ্যামিস্ট্রিং ইনজুরিতে ভোগা ব্রাভো জিম্বাবুয়ে ও দক্ষিন আফ্রিকার বিপক্ষে খেলতে পারেন নি। তবে আগামী ছয় মার্চ সিডনীতে ভারতের বিপক্ষে খেলার ব্যাপারে আশাবাদী ছিলেন ব্রায়ান লারার ক্লোন খ্যাত এ ক্রিকেটার।

কিন্তু দলের একমুখপাত্র থেকে জানা য়ায় ব্রাভো এখনও মাঠে নামার জন্য প্রস্তুত নন। আর তার সুস্থ হতেও অনেক সময় লাগতে পারে। এদিকে এ সপ্তাহের শেষ নাগাত ক্যারিবীয় ক্রিকেট বোর্ড ব্রাভোর পরিবর্তে অন্য কোন ক্রিকেটারের নাম ঘোষণা করতে পারে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।