ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘শৌখিন’ ক্রিকেটারদের প্রতিপক্ষ ভারত

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
‘শৌখিন’ ক্রিকেটারদের প্রতিপক্ষ ভারত

ঢাকা: আয়ারল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর বিজয়ের সুখস্মৃতি নিয়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত।

অন্যদিকে আগের ম্যাচে হট ফেভারিট দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আমিরাতের বিপক্ষে নিশ্চিত ফেভারিট হিসেবেই মাঠে নামছে মাহেন্দ্র সিং ধোনির দল।


 
বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় অস্ট্রেলিয়ার পার্থে ‘বি’ গ্রুপের এ ম্যাচটি শুরু হবে।
 
তবে এ ম্যাচে ইনজুরির জন্যে ভারতের পেসার মোহাম্মদ শামী খেলতে পারবেন না। ভারতীয় দল আমিরাতের বিপক্ষে অনেকটাই প্রস্তুতি ম্যাচ হিসেবে নিয়েছে। ধোনিদের লক্ষ্য থাকবে ব্যাটিং এবং বোলিংয়ে যারা ফর্ম নেই তারা যাতে এ ম্যাচে পারফর্ম করতে পারে।
 
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত এ পর্যন্ত কোনো ম্যাচ না জিতলেও তাদের শৌখিন ক্রিকেটারদের খেলা নজর কেড়েছে। এরই মধ্যে আমজাদ আলি এবং শায়মান আনোয়ারের ধারাবাহিকভাবেই রান করছেন। বিশ্বকাপে আইরিশদের বিপক্ষে আমিরাতের হয়ে প্রথম সেঞ্চুরির রেকর্ডও করেছেন শায়মান।
 
তবে আরব আমিরাতের সবচেয়ে দুঃশ্চিন্তার কারণ হলো তাদের বোলিং। আয়ারল্যান্ডের কাছে বোলিং দুর্বলতার কাছে শেষ মুহূর্তে হারতে হয়েছে।
 
বিশ্বের অন্যতম দ্রুতগতির উইকেটে সংযুক্ত আরব আমিরাত কোনো ম্যাচ খেলেনি। কিন্তু ভারত এ পর্যন্ত ১১ ম্যাচ খেলে জয় পেয়েছে চারটিতে, হেরেছে ছয়টিতে এবং টাই করেছে একটি ম্যাচ।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।