ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিরতির পরই উইকেট হারালো কিউইরা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
বিরতির পরই উইকেট হারালো কিউইরা

ঢাকা: অস্ট্রেলিয়ার স্বল্প স্কোর হওয়াতে নিউজিল্যান্ডের ইনিংসের মাঝে বিরতিতে যায় দু’দল। তবে আগেই তিন উইকেট হারানো দলটির বিরতি থেকে ফিরে মিচেল স্টার্কের প্রথম বলেই চতুর্থ উইকেটের পতন হয়।

দলীয় অষ্টম ওভারের দ্বিতীয় বলে কোন রান না করা গ্র্যান্ট এলিয়টকে সরাসরি বোল্ড করেন স্টার্ক।

স্কোর: ১০ ওভার শেষে চার উইকেট হারিয়ে ৮১ রান। কিউইদের এখনও ৭১ রান প্রয়োজন।

এর আগে ২১ বলে ৫০ রানের অসাধারণ একটি ইনিংস খেলার পর আউট হন ব্রেন্ডন ম্যাককালাম। প্যাট কামিন্সের বলে মিচেল স্টার্কের ক্যাচে পরিণত হন তিনি। এর পরের ওভারের প্রথম বলেই স্টার্কের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন রস টেইলর।

মাঝে  চতুর্থ ওভারের পঞ্চম বলে মার্টিন গাপটিলের উইকেটি তুলে নেন অস্ট্রেলিয়ান বোলার মিচেল স্টার্ক। ১১ রান করে আউট হন গাপটিল।

তবে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকা ওপেনার বেন্ডন ম্যাককালামের কল্যানে সহজেই দলীয় অর্ধশতক পেরোয় নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়ার দেওয়া ১৫২ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারের প্রথম বলেই মিচেল জনসনকে ছক্কা মেরে ইনিংসের উদ্বোধন করেন ম্যাককালাম।

এর আগে কিউই বোলার ট্রেন্ট বোল্টের আগ্রাসী বোলিংয়ে অসহায়ের মতো আত্মসমর্পণ করেছে অজি ব্যাটসম্যানেরা। ট্রেন্ট বোল্টের পেস আগ্রাসন, অভিজ্ঞ স্পিনার ড্যানিয়েল ভেট্টরির ঘূর্ণি জাদু আর গতিতারকা টিম সাউদির নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৫১ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ।

ইনিংসের ৩৩ তম ওভারের প্রথম বলে কোরি অ্যান্ডারসনের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ব্র্যাড হ্যাডিন। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান আসে তার ব্যাট থেকে।

১০৬ রানে ৯ উইকেট হারানোর পর ব্র্যাড হ্যাডিন ফাস্ট বোলার প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে ৪৫ রানের সময়োপযোগী একটি পার্টনারশিপ দাঁড় করালে ১৫১ রানের পুঁজি পায় অজিরা।

ম্যাচের ২২তম ওভারে মিচেল স্টার্ককে বোল্ড করে নিজের পঞ্চম উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট। একই ওভারেই মিচেল জনসনের উইকেটও নেন তিনি। ফলে ওই ওভারেই বোল্টের জোড়া আঘাতে অজিরা হারিয়ে ফেলে তাদের ৯ উইকেট।

এর আগে ম্যাচের ১৭তম ওভারে ম্যাক্সওয়েল ও শন মার্শকে সাজঘরে পাঠিয়ে অজিদের দিশেহারা করে ফেলেন ট্রেন্ট বোল্ট। এরপর ২০তম ওভারে অজি অধিনায়ক মাইকেল ক্লার্ককেও ফিরিয়ে দিয়ে অজিদের ঘুরে দাঁড়ানোর শেষ আশাও চূর্ণ করে দেন আগ্রাসী এই পেস তারকা।

দলীয় স্কোরবোর্ডে মাত্র ১০৪ রান যোগ করতেই অজিরা হারিয়ে ফেলে তাদের ৭ উইকেট, আর মাত্র দুই রান যোগ করে ১০৬ রানে অজিরা হারায় ৯ উইকেট।

এর আগে ৮০ রানেই তিন উইকেট হারানোর পর ম্যাচের ১৭তম ওভারে আবারো আঘাত হানেন অভিজ্ঞ স্পিনার ড্যানিয়েল ভেট্টরি। কিউই ফিল্ডার রোঞ্চির কাছে ক্যাচ দিয়ে ফেরেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান স্টিভ স্মিথ।

ইনিংসের শুরুতে তৃতীয় ওভারেই উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চকে বোল্ড করে সাজঘরে ফেরান টিম সাউদি। এরপর ১৩তম ওভারের শেষ বলে অজি শিবিরে আঘাত হানেন স্পিনার ড্যানিয়েল ভেট্টরি। ভেট্টরির ঘূর্ণিতে টিম সাউদির হাতে ক্যাচ দিয়ে ফেরেন শেন ওয়াটসন। এরপরের ওভারের প্রথম বলে সাউদি এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ওয়ার্নারকে।

ম্যাচের তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই টিম সাউদির আঘাতে সাজঘরে ফিরতে হয় অজি ওপেনার অ্যারন ফিঞ্চকে। যদিও ম্যাচের প্রথম ওভারেই ১৫ রান তুলে নিয়ে দারুণ সূচনা করে অস্ট্রেলিয়া। আক্রমণাত্মক হয়ে ওঠা অ্যারন ফিঞ্চকে বোল্ড করে উদ্বোধনী জুটি ভেঙে সমর্থকদের উজ্জীবিত করেন টিম সাউদি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নিউজিল্যান্ডের অ্যকল্যান্ডের ইডেন পার্কে কিউইদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেওয়ায় মাইকেল ক্লার্ক নিশ্চয়ই এখন আফসোস করছেন!

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

** তিন উইকেট হারালো কিউইরা
** গাপটিলের উইকেট হারিয়ে অর্ধশতক কিউদের
** সহজ লক্ষ্য তাড়া করছে কিউইরা
** বোল্ট আগ্রাসনে ১৫১ রানে গুটিয়ে গেলো অজিরা
** ৯ উইকেট নেই অজিদের
** ৮ উইকেট হারিয়ে ধুঁকছে অজিরা
** কিউইদের বোলিং তোপে বিপর্যয়ে অজিরা
** অজি শিবিরে কিউইদের আঘাত
** সাউদির আঘাতে সাজঘরে ফিঞ্চ
** ব্যাটিংয়ে ওয়ার্নার-ফিঞ্চ জুটি
** টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।