ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংলিশ টপ অর্ডারের ৩ ব্যাটসম্যান সাজঘরে

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
ইংলিশ টপ অর্ডারের ৩ ব্যাটসম্যান সাজঘরে

ঢাকা: মঈন আলী, গ্যারি ব্যালান্সের পর এবার সাজঘরের পথ ধরলেন ইয়ান বেলও। এতে ইংলিশদের হচ্ছে না জুটি।

ধারাবাহিকভাবে পতন হচ্ছে উইকেটের। দলীয় ২০ ওভার ২ বলে লাকমাল বোল্ড করেন বেলকে। বেল অর্ধশত বঞ্চিত হয়ে সাজঘরে যান ৪৯ রান করে।

এরআগে ক্রমেই ক্রিজে থিতু হতে চেষ্টা করা মঈন আলীকে ফেরান শ্রীলংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। আর এতে ইংলিশদের প্রথম উইকেটের পতন। দলীয় ৯ ওভার ২ বলে ম্যাথিউসের বল কভারে উঠিড়ে মারতে গিয়ে লাকমালের তালুবন্দি হন মঈন। আউট হওয়ার আগে তার সংগ্রহ ২৬ বলে ১৫ রান। এরপর ব্যাট করতে নামা গ্যারি ব্যালান্সকে দলীয় ১২ ওভার ২ বলে কট-অ্যান্ড-বোল্ড করেন দিলশান। ব্যালান্সের সংগ্রহ ০৬।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের রান ২২ ওভার শেষে ১০৬।

মঈনের আউটে বিচ্ছিন্ন হয় ৬২ রানের ওপেনিং জুটি। বর্তমানে ক্রিজে আছেন অধিনায়ক এউইন মরগান এবং জো রুট।

এখন পর্যন্ত শ্রীলংকা মোট ছয়জন বোলার ব্যবহার করেছে। তারা হলেন, মালিঙ্গা, লাকমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিলশান, থিসারা পেরেরা, রঙ্গনা হেরাথ।

ওয়েলিংটনে পুল এ’র ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের নেমে অনেকটা স্বাচ্ছন্দ্যেই ব্যাট চালাচ্ছেন দুই ইংলিশ ওপেনার মঈন আলী ও ইয়ান বেল। শেষ পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ০৬ ওভার শেষে বিনা উইকেটে ৫০ রান।

দলীয় ৩ ওভার ৫ বলে হতে পারতো ইংলিশদের একটি উইকেটের পতন কিন্তু লাকমালের বলে ইয়ান বেলের উড়িয়ে মারা সে ক্যাচ মিস করেন চান্দিমাল।

এরআগে ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে রোববার (০১ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৪টায় ইংল্যান্ড ও শ্রীলংকার মধ্যকার এ খেলা শুরু হয়।

পুল-এ’র পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলংকা। তবে ইংলিশদের অবস্থা খুবই নাজুক। তাদের অবস্থান তলানিতে থাকা স্কটল্যান্ডের এক ধাপ ওপরে। এরআগে গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচের মধ্যে দু’টিতে জয় পায় লংকানরা। অপরদিকে ইংলিশদের একমাত্র জয় আন্ডারডগ স্কটিশদের বিপক্ষে।

শ্রীলংকা একাদশ: তিলেকারাত্নে দিলশান, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা, উপুল থারাঙ্গা, মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, থিসারা পেরেরা, রঙ্গনা হেরাথ, সুরাঙ্গা লাকমাল ও লাসিথ মালিঙ্গা।

ইংল্যান্ড একাদশ: ইয়ান বেল, মঈন আলী, গ্যারি ব্যালান্স, জো রুট, এউইন মরগান (অধিনায়ক), জেমস টেইলর, জস বাটলার, ক্রিস উকস, স্টিভেন ফিন, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।

** স্বাচ্ছন্দ্যে ব্যাট চালাচ্ছে ইংলিশরা
** টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড
** লংকান-ইংলিশ ম্যাচের ভেন্যু
** লংকা-ইংলিশ ম্যাচে আম্পায়াররা

বাংলাদেশ সময়: ০৪৪২ ঘন্টা, মার্চ ০১, ২০১৫/আপডেট: ০৪৪৭

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।