ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

বরিশালকে চার উইকেটে হারালো রাজশাহী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১০, মার্চ ৫, ২০১৫
বরিশালকে চার উইকেটে হারালো রাজশাহী

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে রাজশাহী বিভাগ। বৃহস্পতিবার বিকেএসপির দুই নম্বর মাঠে বরিশালকে চার উইকেটে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে ফরহাদ রেজার দল।

বরিশালের দেয়া ৩৫৩ রানের টার্গেট ৮৯.৩ ওভারে ছয় উইকেট হারিয়ে টপকে যায় রাজশাহী।

মায়শুকুর রহমান ৮০, তারেক খান ৭৭ ও ফরহাদ রেজার ৫০ রানের ইনিংসে ভর করে লক্ষ্যে পৌঁছায়  রাজশাহী।  

বরিশাল অধিনায়ক কামরুল ইসলাম নেন তিনটি উইকেট।

দ্বিতীয় ইনিংসে আগের দিনের ৭ উইকেটে ৩৩৮ রান নিয়ে বৃহস্পতিবার সকালে ব্যাটিং শুরু করে বরিশাল। এ দিন তিন ‍উইকেটে ২৩ রান যোগ করে ৩৬১ রানে অলআউট হয় বরিশাল।

রাজশাহীর হয়ে সানজামুল ইসলাম নেন পাঁচ উইকেট।

সাকলাইন সজিবের স্পিন ঘূর্ণিতে ২৩৫ রানে শেষ হয়েছিল বরিশালের প্রথম ইনিংস।   জবাবে  সোহাগ গাজীর স্পিন  জাদুতে ২৪৭ রানেই গুটিয়ে যায় রাজশাহী।

এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এলো রাজশাহী। ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে খুলনা বিভাগ।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ০৫ মার্চ, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।