ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজিদের পেস অ্যাটাকে ভীত নন জয়াবর্ধনে

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
অজিদের পেস অ্যাটাকে ভীত নন জয়াবর্ধনে

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে সব সময় শ্রীলঙ্কান টপ অর্ডার ব্যাটসম্যানদের ‍ পেস ‍অ্যাটাকের মুখোমুখি হতে হয়। যদিও ‍অজি পেসারদের দ্রুত গতির বোলারই মানছেন লঙ্কান ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে।

তবে তিনি মনে করেন না ম্যাচে ব্যাপারটি প্রভাব বিস্তার করবে।

শ্রীলঙ্কা বিশ্বকাপে নিজেদের গত দুই ম্যাচে মাত্র দুই উইকেট হারিয়ে ৬৪৪ রান করেছে। যেখানে পেসারদের মুখোমুখি হতে হয়েছিল দলটিকে। তবে দু’দলের সর্বশেষ মুখোমুখির মেলর্বোন টেস্ট ম্যাচে মিচলে জনসনের কাছেই পরাজিত হয়েছিল লঙ্কানরা। কিন্তু দলটির সম্প্রতিক ওয়ানডে পারফরম্যান্সে টপ অর্ডাররা দারুণ ভূমিকা রেখছে।

আর ২০১০ সাল থেকে অস্ট্রেলিয়ার মাটিতে ১৪টি ম্যাচের আটটিতে জয় পাওয়া শ্রীলঙ্কান চার ব্যাটসম্যান চলমান বিশ্বকাপে করেছেন সেঞ্চুরি।

জয়াবর্ধনে বলেন, ‘অস্ট্রেলিয়ান বোলাররা দ্রুত গতির, তবে এই টূর্নামেন্টে আমরা প্রচুর ফাস্ট বলের মোকাবেলা করেছি। সুতরাং আমরা এই চ্যালেঞ্জ গ্রহন করতে প্রস্তুত। মিচেল স্টার্ক ‍অসাধারণ পেসার আর জনসন গ্রেট। ’

তিনি আরো বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা গত ১২ থেকে ১৮ মাস ধরে প্রচুর রান করছে। যদি গত দুই বছরের সেরা দশ ব্যাটসম্যান ধরা হয় এর মধ্যে ‍আমাদের তিন থেকে চারজন ব্যাটসম্যান বিশ্ব শাসন করেছে। আর আমাদের মিডলঅর্ডার যদি ধরা হয় তাহলে অ্যাঞ্জেলো ম্যাথিউস গত বছরের সেরা ব্যাটসম্যান। সুতরাং আমরা আত্নবিশ্বাসী। ’

আগামী আট মার্চ সিডনী ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।