ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

আইরিশদের বিপক্ষে লড়াই হবে: টেইলর

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৬, মার্চ ৬, ২০১৫
আইরিশদের বিপক্ষে লড়াই হবে: টেইলর

ঢাকা: আগামীকাল হোবার্টে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। এ ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে আইরিশদের।

তবে বিশ্বকাপে টিকে থাকতে হলে জিম্বাবুইয়ানদের জয়ের বিকল্প নেই। আর এ ম্যাচের আগে জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর জানালেন, এ ম্যাচে দু’দলের মাঝে চরম লড়াই হবে।

জিম্বাবুয়ে এর আগে আসরে নিজেদের চতুর্থ ম্যাচে জয়ের সুবর্ণ সুযোগ নষ্ট করেছে। সে ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাত্র ২০ রানে হারতে হয় ডেভ হোয়াইটমোরোর শিষ্যদের। তবে আইরিশদের বিপক্ষে জিতে যদি পরবর্তী ম্যাচে ভারতে বিপক্ষে অঘটন ঘটিয়ে দিতে পারে তবেই কোয়ার্টার ফাইনালে আশা থাকবে দলটির সামনে।

এক সাক্ষাৎকারে টেইলর বলেন, ‘এ ম্যাচটি আমাদের দু’দেশের জন্যই গুরুত্বপূর্ণ। আমরা এ ম্যাচে জয় চাই এবং ভারতের বিপক্ষে ভালো খেলতে চাই। তাহলে আমরা সামনে এগোতে পারবো। ’

এ ম্যাচটিতে দলের উপর বাড়তি কোন চাপ থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে টেইলর বলেন, প্রতিযোগিতামূল সব ম্যাচেই চাপ থাকে। তারাও চাপ অনুভব করবে। তাদেরও জয় দরকার। ’

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।