ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শতক হাঁকিয়ে ম্যাচসেরা গাপটিল

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
শতক হাঁকিয়ে ম্যাচসেরা গাপটিল

ঢাকা: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম শতক হাঁকিয়ে ম্যাচসেরার পুরস্কার পেলেন কিউই ডানহাতি ওপেনার মার্টিন গাপটিল।

টাইগারদের বিপক্ষে ২৮৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৭ ও ৩৩ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা বিপর্যয়ে পড়ে কিউইরা।

পরে চার নম্বরে ব্যাট করতে নামা রস টেইলরের সঙ্গে ১৩১ রানের জুটি গড়ে দলের জয় অনেকটা নিশ্চিত করেন গাপটিল। পাশাপাশি তুলে নেন একদিনের আন্তর্জাতিক ক্যারিয়ারের ষষ্ঠ শতক।

শেষ পর্যন্ত ১১ চার ও দুই ছয়ে ১৩২ বলে ১০৫ রান করে সাকিবের বলে তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন গাপটিল।

এর আগে ১০৪ ম্যাচ খেলা গাপটিলের ক্যারিয়ারে অর্ধশতক রয়েছে ২২টি।

২০০৯ সালের ১০ জানুয়ারি অকল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআইয়ে অভিষেক হয় গাপটিলের।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।