ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাহানেকে ফেরালেন স্টার্ক

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
রাহানেকে ফেরালেন স্টার্ক

ঢাকা: ভারতের টপঅর্ডারের পঞ্চম ব্যাটসম্যানকে ফেরালো অজিরা। মিচেল স্টার্কের করা ৩৭তম ওভারের দ্বিতীয় বলে অজিঙ্কা রাহানে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন।

আউট হওয়ার আগে রাহানে করেন ৬৮ বরে ৪৪ রান। দলীয় ১০৮ রানে চার ব্যাটসম্যান ফিরে গেলে ধোনি এবং রাহানে মিলে আরও ৭০ রানের জুটি গড়েন।

৩৭ ওভার শেষে ভারত ৫ উইকেট হারিয়ে তুলেছে ১৭৯ রান। ১৩ ওভারে আরও ১৫০ রান করতে হবে ভারতকে।

এগারোতম বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া ৩২৯ রানের টার্গেটে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান।

উদ্বোধনী জুটিতে দুই ওপেনার শুরুটা দারুণ করেন। ওপেনিং জুটিতে তারা ৭৬ রান তোলেন। ১৩তম ওভারে হ্যাজলেউডের বলে ম্যাক্সওয়েলের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন ধাওয়ান। আউট হওয়ার আগে ৪১ বলে ৬টি চারের পাশাপাশি একটি ছয় হাঁকিয়ে ধাওয়ান করেন ৪৫ রান।

ধাওয়ান ফেরার পর ১৬তম ওভারে সাজঘরের পথ ধরেন বিরাট কোহলি। দলীয় ৭৮ রানের মাথায় কোহলি ফেরান মিচেল জনসন। উইকেটের পিছনে থাকা ব্রাড হাডিনের গ্লাভসবন্দি হওয়ার আগে কোহলি ১৩ বলে মাত্র এক রান করেন।

১৮তম ওভারে আবারো জনসনের আঘাত। এবারে জনসনের গোলায় বোল্ড হয়ে ফেরার পথ ধরেন আরেক ওপেনার রোহিত শর্মা। দলীয় ৯১ রানের মাথায় টিম ইন্ডিয়া তাদের তৃতীয় উইকেট হারায়। রোহিত আউট হওয়ার আগে করেন ৩৪ রান। ৪৮ বলের ইনিংসে রোহিত একটি চার আর দুটি ছক্কা হাঁকান।

ভারতের স্কোরবোর্ডে যখন শতক পেরিয়ে ১০৮ রান, তখন বিদায় নেন টিম ইন্ডিয়ার আরেক ব্যাটিং স্তম্ভ সুরেশ রায়না। ১১ বলে ৭ রান করে জেমস ফকনারের বলে হাডিনের গ্লাভসবন্দি হন রায়না।

এর আগে স্বাগতিক অস্ট্রেলিয়া নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে তোলে ৩২৮ রান। স্টিভেন স্মিথের শতক আর ওপেনার অ্যারন ফিঞ্চের বড় ইনিংসে অজিরা এ রান সংগ্রহ করে।

বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও গতবারের চ্যাম্পিয়ন ভারত। টস জিতে এ ম্যাচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।

অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। আর ভারতের হয়ে বোলিং সূচনা করতে আসেন মোহাম্মদ সামি। উমেস যাদবের করা ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে কোহলির তালুবন্দি হন ওয়ার্নার। আউট হওয়ার আগে তিনি ৭ বলে ১২ রান করেন।

এরপর ১৮২ রানের জুটি গড়েন ফিঞ্চ এবং তিন নম্বরে ব্যাটিংয়ে নামা স্টিভেন স্মিথ। ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতক হাঁকিয়ে ১০৫ রান করে বিদায় নেন স্মিথ। ইনিংসের ৩৫তম ওভারে যাদবের দ্বিতীয় শিকারে ফেরেন ৯৩ বলে ১১টি চার আর দুটি ছয় হাঁকানো স্মিথ।

স্মিথের বিদায়ের পর ব্যাটিং ক্রিজে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। মারমুখি এ ব্যাটসম্যান অশ্বিনের বল তুলে মারতে গিয়ে রাহানের তালুবন্দি হন। তবে আউট হওয়ার আগে ম্যাক্সওয়েল করেন ২৩ রান। তার ১৪ বলের ইনিংসে ছিল তিনটি চার ও একটি ছয়।

দলীয় ২৩৩ রানের মাথায় আরেক অজি ওপেনার অ্যারন ফিঞ্চও বিদায় নেন। কিছুটা ধীর গতিতে খেলা ফিঞ্চ ১১৬ বলে ৭টি চার আর একমাত্র ছয়ে করেন ৮১ রান। উমেস যাদবের তৃতীয় শিকারে শিখর ধাওয়ানের তালুবন্দি হন ফিঞ্চ।

দলীয় ২৪৮ রানের মাথায় অজিদের পঞ্চম উইকেটের পতন ঘটে। মোহিত শর্মার বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন অজি দলপতি মাইকেল ক্লার্ক। আউট হওয়ার আগে তিনি মাত্র ১০ রান করেন।

ইনিংসের ৪৭তম ওভারে বিদায় নেন জেমস ফকনার। যাদবের বলে বোল্ড হওয়ার আগে ফকনার ১২ বলে তিনটি চার আর একটি ছয়ে করেন ২১ রান। আর শেষ দিকে ব্যাটিংয়ে নেমে মাত্র ৯ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন মিচেল জনসন। তার ক্যামিও ইনিংসে ছিল ৪টি চার আর একটি ছক্কা।

ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ৯ ওভারে ৭২ রান দেওয়া উমেস যাদব। এছাড়া দুটি উইকেট পান ১০ ওভারে ৭৫ রান দেওয়া মোহিত শর্মা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) এ ম্যাচের জয়ী দল ২৯ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ২৬ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।