ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ ফাইনালের জন্য অতিরিক্ত ১০টি ফ্লাইট

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
বিশ্বকাপ ফাইনালের জন্য অতিরিক্ত ১০টি ফ্লাইট

বিশ্বকাপের ফাইনাল দেখতে ইচ্ছুক দর্শকদের জন্য সুখবর! রোববার (২৯ মার্চ) মেলবোর্নে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের জন্য অতিরিক্ত ১০টি ফ্লাইট চালু করেছে ভার্জিন অস্ট্রেলিয়া।

ভার্জিন অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তারা বলেছেন, বিশ্বকাপের ফাইনালে আরও বেশি দর্শক অংশ নিতে পারার জন্য অতিরিক্ত ফ্লাইট চালু করতে পেরে ভার্জিন অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ খুবই খুশি। রোববার মেলবোর্নে নিউজিল্যান্ড খেলবে আজকের ম্যাচের বিজয়ীর (অস্ট্রেলিয়া অথবা ভারত) বিপক্ষে।

ফ্লাইটগুলো অকল্যান্ড এবং ক্রাইস্ট্রাচার্চ থেকে ছেড়ে যাবে। এরই মধ্যে নিউজিল্যান্ডের দর্শকদের জন্য টিকেট বিক্রি শুরু হয়েছে।

২৭ এবং ২৮ মার্চ প্রতিদিন মেলবোর্ন টু অকল্যান্ড এবং অকল্যান্ড টু মেলবোর্ন রুটে দুটি করে ফ্লাইট থাকছে। এছাড়া ৩০ মার্চ থাকবে ৬টি ফ্লাইট।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।