ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে অনিশ্চিত হেরাথ

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
অস্ট্রেলিয়ার বিপক্ষে অনিশ্চিত হেরাথ ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামা অনিশ্চি হয়ে পড়েছে শ্রীলঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথের। আজ (রোববার) ইংল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে আঙ্গুলে চোট পান এ বাঁহাতি স্পিনার।



হেরাথের বাঁহাতের তর্জনি আঙ্গুলে অন্তত চারটি শেলাই দিতে হবে পাশাপাশি এক্সরে করে নিশ্চিত হতে হবে হাড়ে কোন ধরণের সমস্যা হয়েছে কিনা।

এ ব্যাপারে লঙ্কান টিম ম্যানেজার মিখায়েল জয়সা বলেন, ‘প্রাথমিক ভাবে ডাক্তার জানিয়েছেন, তার পুরোপুরি সুস্থ গতে ৮ থেকে ১০দিন লাগতে পারে। তবে তার সুস্থতার ব্যাপারে আমরা পুনরায় আরো দেখব।

তিনি আরো বলেন, ‘ হেরাথের ইজুরির বিষয়টি এখনও তার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে অনিশ্চয়তার মত কিছু হয়নি। তবে সে যে আঙ্গুলে ব্যথা পেয়েছে তাতে তার বল গ্রিপ করতে সমস্য হবে। ’

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।