ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয়ের জন্য লড়ছে পাকিস্তান-জিম্বাবুয়ে

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
জয়ের জন্য লড়ছে পাকিস্তান-জিম্বাবুয়ে ছবি: সংগৃহীত

ঢাকা: ৪৫ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১৯৫ রান। জিততে হলে এলটন চিগুম্বুরাদের করতে হবে আরও ৪১ রান।

হাতে রয়েছে দুই উইকেট এবং ৩০ বল। ব্যাটিং ক্রিজে ২৩ বলে ২০ রান করে অপরাজিত আছেন চিগুম্বুরা।

এর আগে পাকিস্তানের দেওয়া ২৩৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকলেও জিম্বাবুয়ের ওপেনার চিভাভা পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফানের লাফিয়ে ওঠা বলে খোঁচা মারেন। দ্বিতীয় স্লিপে দাঁড়ানো হারিস সোহেলের হাতে ধরা পড়ার আগে চিভাভা করেন ৯ রান।

ইরফানের করা সপ্তম ওভারে লাফিয়ে উঠা বলে একই ভঙ্গিতে ব্যাট চালানো আরেক ওপেনার সিকান্দার রাজাও হারিস সোহেলের তালুবন্দি হন।

পাকিস্তানকে হারানোর স্বপ্ন নিয়ে বিশ্বমঞ্চের ২৩তম ম্যাচে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ ইরফানের আঘাতে দুই ওপেনারকে হারায় জিম্বাবুয়ে। চিভাভা এবং সিকান্দার রাজা সাজঘরে ফেরার পর হ্যামিল্টন মাসাকাদজা এবং ব্রেন্ডন টেইলর জুটিতে লড়াই করে জিম্বাবুয়ে।

এরপর আবারো জিম্বাবুয়ের শিবিরে হানা দেন ইরফান। জিম্বাবুয়ের ৫২ রানের তৃতীয় উইকেট জুটি ভাঙেন এ পেস বোলার। হ্যামিল্টন মাসাকাদজা ইরফানের বল তুলে মারতে গিয়ে মিডঅফে দাঁড়ানো পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হকের তালুবন্দি হন। আউট হওয়ার আগে ২৯ রান করেন তিনি।

দলীয় ৭৪ রানে তৃতীয় উইকেট পতনের পর আবারো রানের চাকা সচল রাখার দায়িত্ব পালন করেন টেইলর। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে মাসাকাদজা ফিরে গেলেও ব্যাটিং ক্রিজে শেন উইলিয়ামসকে সাথে নিয়ে আরও ৫৪ রান যোগ করেন টেইলর। তবে, ওয়াহাব রিয়াজের করা ৩০তম ওভারে উইকেটের পিছনে উমর আকমলের গ্লাভসবন্দি হন টেইলর। আউট হওয়ার আগে তিনি ৭২ বলে ৫০ রান করেন।

জিম্বাবুয়ের পঞ্চম উইকেটের পতন ঘটে দলীয় ১৫০ রানে। রাহাত আলীর বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো আহমেদ শেহজাদের তালুবন্দি হন শেন উইলিয়ামস। আউট হওয়ার আগে তিনি ৩২ বলে ৩৩ রান করেন।

শেন উইলিয়ামসের বিদায়ের পর স্কোর বোর্ডে আর ১৬ রান যোগ করে মোহাম্মদ ইরফানের বলে উইকেটের পিছনে ধরা পড়েন সলোমন মিরে। ফলে, জিম্বাবুয়ের ষষ্ঠ উইকেটের পতন ঘটে। ম্যাচের ৪০তম ওভারে ক্রেইগ আরভিন আর মুপারিওয়াকে সাজঘরের পথে যেতে বাধ্য করেন ওয়াহাব রিয়াজ। দুই ব্যাটসম্যানই উইকেটের পিছনে উমর আকমলের তালুবন্দি হন।

টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে ৯২’র বিশ্বচ্যাম্পিয়নরা।

রোববার গ্রুপ পর্বের ২৩তম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে শুরুটা মোটেও ভালো করতে পারেনি পাকিস্তান। প্রথম চার ওভারেই দুই ওপেনারকে সাজঘরে ফেরত পাঠায় টেন্ডন চাতারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান।

উপরের সারির ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক করেন ইনিংস সর্বোচ্চ ৭৩ রান। এছাড়া দায়িত্ব নিয়ে ব্যাট করে ওয়াহাব রিয়াজ ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন। রিয়াজের অপরাজিত ৫৪, উমর আকমলের ৩৩ আর অধিনায়ক মিসবাহর ৭৩ রানের ওপর ভর করে পাকিস্তান পায় মাঝারি সংগ্রহ।

৯২’র বিশ্বকাপে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হওয়া পাকিস্তান এবারের আসরে হার দিয়ে শুরু করে তাদের বিশ্বকাপ মিশন। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর ওয়েস্ট ইন্ডিজের কাছেও উড়ে যায় পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ০১ মার্চ ২০১৫

** ম্যাচের নিয়ন্ত্রণে পাকিস্তান
** ইরফানের চতুর্থ শিকারে ফিরলেন মিরে
** জিম্বাবুয়ের পঞ্চম উইকেটের পতন
** অর্ধশতক হাঁকিয়ে ফিরলেন টেইলর
** বড় জুটি গড়ার চেষ্টা উইলিয়ামস-টেইলরের
**  সাজঘরে ফিরলেন মাসাকাদজা
** মাসাকাদজা-টেইলর জুটিতে লড়ছে জিম্বাবুয়ে
** জিম্বাবুয়ের দুই ওপেনার সাজঘরে
** জিম্বাবুয়ের প্রথম উইকেটের পতন
** পাকিস্তান বধে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে
** জিম্বাবুয়েকে ২৩৬ রানের টার্গেট দিল পাকিস্তান
** ফিরলেন মিসবাহ, দু’শো পেরুলো পাকিস্তান
** একাই লড়ছেন পাক দলপতি
** বিপর্যয় যেন কাটছেই না পাক শিবিরে
** আকমল আর ‘বুমবুম’ আফ্রিদির বিদায়
** মিসবাহর ৪০তম অর্ধশতকে এগুচ্ছে পাকিস্তান
** চাপ কাটাতে মিসবাহর চেষ্টা
** আবারো চাপে পাক শিবির
** ধীর গতিতে সামলে উঠার চেষ্টায় পাকিস্তান
** চাতারার আঘাতে নড়বড়ে পাকিস্তান
** শুরুতেই দুই উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান
** শুরুতেই উইকেট হারালো পাকিস্তান
** ব্যাটিংয়ে নেমেছেন পাক ওপেনাররা
** টস জিতে ব্যাটিং নিয়েছে পাকিস্তান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।