ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ব্যাটে-বলে দারুণ খেলে ম্যাচ সেরা রিয়াজ

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৫, মার্চ ১, ২০১৫
ব্যাটে-বলে দারুণ খেলে ম্যাচ সেরা রিয়াজ

ঢাকা: একাদশ বিশ্বকাপে ধুঁকতে থাকা পাকিস্তানের প্রথম জয়ে অসাধারণ ভূমিকা রাখেন ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ। মূলত তার দারুণ অলরাউন্ডার পারফরম্যান্সেই জিম্বাবুয়ের বিপক্ষে ২০ রানের জয় পায় মিসবাহ বাহিনী।



ব্রিসবেনে টস জেতা পাকিস্তান প্রথমে ব্যাট করা সিদ্ধান্ত নিলে ধ্বস নামে তাদের ব্যাটিং লাইন আপে। তবে শেষ দিকে রিয়াজ ৪৬ বলে ছয় চার ও এক ছয়ে ৫৪ রানের অসাধারণ এক ইনিংস খেললে ২৩৫ রানের লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক।

আর পরে বোলিংয়ে এসেও দারুণ পারর্ফম করতে থাকেন এ বাঁহাতি ফাস্ট বোলার। ৯.৪ ওভারে একটি মেডেনসহ ৪৫ রানে তুলে নেন জিম্বাবুইয়ানদের চারটি উইকেট। আর সেই সুবাদে ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।