ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

লাকমলকে জরিমানা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, মার্চ ২, ২০১৫
লাকমলকে জরিমানা সুরাঙ্গা লাকমল

ঢাকা: শ্রীলংকার ফাস্ট বোলার সুরাঙ্গা লাকমলকে জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি। লংকান এ বোলারের ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে বলে এক বিবৃতিতে জানায় আইসিসি।



গ্রুপ ‘বি’র ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে লাকমল শেষ ওভারটি করার দায়িত্ব পান। তবে, প্রথম ইনিংসের শেষ ওভারে তিনি দুটি বাউন্স বল করেন। প্রথমটি ‘নো’ বলের সিদ্ধান্ত দেন ম্যাচের দায়িত্বে থাকা রড টাকার। কিন্তু একই ওভারে লাকমল ইংলিশ ব্যাটসম্যান জোস বাটলারের দিকে হাই ফুল পিচ ডেলিভারি দিলে টাকার তাকে দিয়ে বল না করানোর জন্য লংকান দলপতিকে অনুরোধ করেন। পরের বল দুটি দিলশানকে দিয়ে করান শ্রীলংকার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ।

ম্যাচ শেষে আইসিসির ম্যাচ রেফারি এক বিবৃতিতে জানান, আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমার কাছে লাকমলের ডেলিভারি গুলো সঠিক মনে হয়নি। প্রথম ডেলিভারির পর লাকমলকে কোনোরূপ অনুশোচনা করতেও দেখা যায়নি।

লাকমলের এ জরিমানা করেন মাঠের দায়িত্বে থাকা রড টাকার এবং ব্রুশ অক্সেনফোর্ড, থার্ড আম্পায়ার ক্রিস গেফানে আর ফোর্থ আম্পায়ার সাইমন ফ্রাই।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ০২ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।