ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

আফগানদের বিপক্ষে ফিরছেন ফকনার

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, মার্চ ২, ২০১৫
আফগানদের বিপক্ষে ফিরছেন ফকনার ছবি : সংগৃহীত

ঢাকা: ৪ মার্চ পার্থের ওয়াকা গ্রাউন্ডে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া। প্রথম তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে থাকা দলটির এ ম্যাচ জয় ছাড়া কোন বিকল্প নেই।



আর এ ম্যাচে অবশেষে ইনজুরি মুক্ত হয়ে মাঠে নামতে পারেন দলের অলরাউন্ডার জেমস ফকনার।

গত ১ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে চোট পেয়ে মাঠের বাইরে ছিলেন ফকনার। তবে সোমবার অনুশীলনে বেশ ভালোভাবে বোলিং করেন তিনি।

অনুশীলন শেষে ফকনার বলেন, ‘আজ আমি দারুন বল করেছি। নেটে ছয় ওভারের উপর বল করেছি, আশা করি পরবর্তী ম্যাচের দল নির্বাচনে আমি থাকব। ’

পরে নিজের ব্যাটিং প্রসঙ্গে ফকনার বলেন, ‘গত পাঁচ-ছয় দিন থেকে আমি ভালো ব্যাটিং করেছি। নেটে আমি শতভাগ দেয়ার চেষ্টা করেছি। আমি ভাগ্যবান ক্রিকেটার, কারণ দলে একমাত্র আমিই বাঁহাতি বোলার ও ডানহাতি ব্যাটসম্যান। সুতরাং ম্যাচ খেলার ব্যাপারে আমি আশাবাদী।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।