ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজি-প্রোটিয়া সেমির আগে নয়: পোলক

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
অজি-প্রোটিয়া সেমির আগে নয়: পোলক ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক শন পোলক মনে করেন, এবারের বিশ্বকাপের তার দেশটি ‘চোকার’ অপবাদ ঘোচাবে। তিনি আরও মনে করেন, কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া আর প্রোটিয়া দুটি দলই একে অন্যকে এড়িয়ে যেতে চাইবে।



পোলক বিশ্বাস করেন প্রতি বিশ্বমঞ্চে ভালো খেলেও সেমিফাইনালে যাওয়ার পথে আর চাপ নিতে পারে না প্রোটিয়ারা, এ অপবাদ এগারোতম বিশ্বকাপে দ. আফ্রিকা ঘোচাবে। তার মতে, ইতোমধ্যেই ফেভারিটের তকমা লাগিয়েছে দ. আফ্রিকা।

৮ মার্চের গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে যদি অস্ট্রেলিয়া হেরে বসে তাহলে রানরেটের হিসেবে-নিকেশে দ. আফ্রিকার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দেখা হয়ে যেতে পারে অজিদের।

এ প্রসঙ্গে টেনে পোলক বলেন, অস্ট্রেলিয়া খুবই বিপদজনক দল। তাদের বেশ কিছু ম্যাচ উইনার ক্রিকেটার রয়েছে। তারা যেমন ভয়ংকর তেমনি অসাধারণ। তবে, আমাদেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটার রয়েছে, যারা এক নিমিষেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম।

‘অজিদের মতো বিপদজনক দলকে মোকাবেলা করতে প্রোটিয়ারা ভীত নয়। তবে, আমার মনে হয় দুটি দলই চাইবে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি না হতে। সেমিফাইনাল কিংবা ফাইনালে লড়তে ইচ্ছুক দল দুটি’ যোগ করেন পোলক।

উল্লেখ্য, ৩ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে প্রোটিয়ারা আর ৪ মার্চ আফগানিস্তানের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ০২ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।