ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের উইকেট ভারতের পক্ষে!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
বিশ্বকাপের উইকেট ভারতের পক্ষে! ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। নিজেদের প্রথম তিন ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়েছে দলটি।

আর তিন ম্যাচের প্রথম দুটিতে (পাকিস্তান ও দ.আফ্রিকা) আগে ব্যাটিং করে ৩০০ রানের বেশী করেছে ধোনি বাহিনী।

তবে ভারতের বিশ্বকাপে এমন পারফরম্যান্সকে সন্দেহের চোখে দেখছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার সরফরাজ নওয়াজ। কিংবদন্তি এ বোলারের মতে, বিশ্বকাপের পিচগুলো এমন ভাবে তৈরী করা হয়েছে যা পুরোপুরি ভারতের পক্ষে কাজ করছে।

পাকিস্তানের হয়ে ৫৫ টেস্ট ও ৪৫ ওডিআই খেলা এ ডানহাতি বোলার বলেন, ‘লক্ষ্য করলে দেখা যাবে ভারত যতগুলো ম্যাচ খেলেছে, প্রত্যেকটি তাদের নিয়ন্ত্রণে ছিল। আর পাশাপাশি পাকিস্তানের ম্যাচের পিচগুলো তাদের কোন রকম সহায়তা করছে না। ’

রিভার সুইংয়ের জনক আরো বলেন, ‘আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ জানাবো তারা যেন এ ব্যাপারটি নিয়ে আইসিসি‘র কাছে আবেদন করে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।