ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পিছিয়ে গেলেন কোহলি

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
পিছিয়ে গেলেন কোহলি বিরাট কোহলি

ঢাকা: বিশ্বকাপে গ্রুপ পর্বের ৪২টি ম্যাচের মধ্যে ২৩টি শেষ হয়েছে। যার প্রতিফলন ঘটেছে সর্বশেষ রিলায়েন্স আইসিসি ওডি প্লেয়ার র‌্যাংকিংয়ে।

সেরা ব্যাটসম্যানদের তালিকায় বিরাট কোহলিকে হটিয়ে তিনে উঠে এলেন কুমার সাঙ্গাকারা। শীর্ষস্থানটি এবি ডি ভিলিয়ার্সের দখলেই রয়েছে।

সাঙ্গাকারা এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। চার ম্যাচে ২৬৮ রান করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এটিই ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে প্রভাব ফেলে। হাশিম আমলা ও সাঙ্গাকারা দু’জনেরই রেটিং পয়েন্ট ৮৪৯। যার ফলে চার নম্বরে নেমে এসেছেন কোহলি।

র‌্যাংকিংয়ে সবচেয়ে বেশি এগিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম ও ডেভিড মিলার। ১০ ধাপ এগিয়ে ১৮তম স্থানে কিউই অধিনায়ক ম্যাককালাম ও ১৪ ধাপ এগিয়ে ২৩ নম্বরে প্রোটিয়া ব্যাটসম্যান মিলার। বিশ্বকাপে চার ম্যাচে ম্যাককালাম ২০৭ ও তিন ম্যাচে মিলার করেছেন ১৮০ রান।

সাঙ্গাকারার পরেই ২৫৮ রান নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান ক্রিস গেইলের দখলে। এর ফলে ১২ ধাপ এগিয়ে ৫২তম স্থানে রয়েছেন এই বিধ্বংসী ব্যাটসম্যান। মিসবাহ উল হক দুই ধাপ এগিয়ে ১৩ নম্বরে। সুরেশ রায়না ও মাহেলা জয়াবর্ধনে চার ধাপ এগিয়ে ২০ ও ২১ নম্বরে।

রেটিং পয়েন্ট অনুযায়ী শীর্ষ দশজন ওয়ানডে ব্যাটসম্যান হলেন এবি ডি ভিলিয়ার্স (৮৯৮), হামিশ আমলা (৮৪৯), কুমার সাঙ্গাকারা (৮৪৯), বিরাট কোহলি (৮৪৭), তিলেকারাত্নে দিলশান (৭৯৮), কেন উইলিয়ামসন (৭৮৯), শিখর ধাওয়ান (৭৮৪), অ্যারন ফিঞ্চ (৭৩৪), জর্জ বেইলি (৭১৮) ও মহেন্দ্র সিং ধোনি (৭১২)।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘন্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।