ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইরিশদের হিসেবি বোলিংয়ের নিয়ন্ত্রিত প্রোটিয়ারা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
আইরিশদের হিসেবি বোলিংয়ের নিয়ন্ত্রিত প্রোটিয়ারা ছবি: সংগৃহীত

ঢাকা: প্রোটিয়াদের থেকে দল হিসেবে সব দিক থেকেই দুর্বল আয়ারল্যান্ড, এটা নিঃসন্দেহে বলা। অন্তত পরিসংখ্যান তাই বলে।

চলতি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে  ম্যাচের দুর্দান্ত ধারাবাহিতকায় আজকেও ভাল সূচনা করবে আমলা-ডি কক, এমনটাই প্রত্যাশা ছিল দর্শকদের।

কিন্তু ম্যাচের ৩য় ওভারের তৃত্বীয় বলেই ব্যক্তিগত ১ এবং দলীয় ১২রানের মাথায় সাজঘরে ফিরতে হয় ডি-কককে। খেলার প্রথম ১০ ওভারে খুব বেশি একটা সুবিধা করতে পারেনি আমলা-ডুপ্লেসিস। ৫ দশমিক ৭০ গড়ে ১০ ওভারে স্কোর বোর্ডে ৫৭ রান যোগ করেছে তারা। ৩৩ রান নিয়ে আমলা এবং ২৩ রানে প্লেসিস ব্যাট করছে।

অন্যদিকে আয়াল্যান্ডের নিয়ন্ত্রিত উইকেট টু উইকেট বোলিংয়ে প্রোটিয়াদের ব্যাটকে অনেকটা থামিয়ে রেখেছে। ৫ ওভারে ৯রান দিয়ে দলের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন জন মনি।  

পুল ‘বি’র ২৪তম ম্যাচে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডি ভিলিয়ার্স। প্রোটিয়াদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে ক্রিজে আসেন হাশিম আমলা এবং কুইন্টন ডি কক। আইরিশদের হয়ে প্রথম ওভারে বল হাতে আসেন জন মুনি। প্রথম ওভারটি তিনি মেইডেন দিয়ে শুরু করেন।

এর আগে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচের দু’টিতেই জয় পেয়েছে আইরিশরা। অপরদিকে তিন ম্যাচ শেষে আইরিশদের সমান দুটিতে জয় পেয়েছে প্রোটিয়ারা।

ওয়ানডে ম্যাচে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। সবকটিতেই জয় পায় প্রোটিয়ারা। সর্বশেষ পাঁচটি ওয়ানডে ম্যাচের মধ্যে দু’টিতে হারের স্বাদ পায় আমলা-ভিলিয়ার্সরা। অপরদিকে, সর্বশেষ পাঁচ ওয়ানডের চারটিতেই জয় পেয়েছে আইরিশরা।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

** শুরুতেই উইকেট খোয়ালো প্রোটিয়ারা
** ব্যাটিংয়ে নেমেছেন আমলা-ডি কক
** টস জিতে ব্যাটিংয়ে প্রোটিয়ারা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।