ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

ক্যারিয়ারের বিশতম সেঞ্চুরি আমলার

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৮, মার্চ ৩, ২০১৫
ক্যারিয়ারের বিশতম সেঞ্চুরি আমলার হাশিম আমলা

‘বি’ গ্রুপের ২৪তম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে হাশিম আমলা এবং ডু প্লেসিসের ব্যাটে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।

দলীয় ১২ রানে ওপেনার ডি-কক সাজঘরে ফিরলেও আরেক ওপেনার হাশিম আমলা তুলে নিয়েছেন ক্যারিয়ারের বিশতম সেঞ্চুরি।

১০০ বল মোকাবেলা করে তিনি শতরান পূর্ণ করেন।

বাম-হাতি টপ অর্ডার এ ব্যাটসম্যানের একদিনের আর্ন্তজাতিক ম্যাচের অভিষেক হয় ২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে। ক্যারিয়ারের প্রথম ম্যাচে ৯ রানে অপরাজিত থাকেন। এ পর্যন্ত ১১০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৫৫.৬৮ গড়ে রান করেছেন ৫হাজার ৪৫৭।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।