ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফগানদের সামনে এবার অজি পরীক্ষা

স্পোর্টস করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
আফগানদের সামনে এবার অজি পরীক্ষা

ঢাকা: দু’দলের শক্তিমত্তায় বিস্তর ফারাক। অন্যতম ফেবারিক অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া আফগানিস্তানের লড়াই তাই অনেকটাই অসম লড়াই।



বুধবার (০৪ মার্চ) পার্থের ওয়াকা গ্রাউন্ডে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায়  শুরু হবে ম্যাচটি।

ক্রিকেট ঐতিহ্য ও শক্তিমত্তার বিচারে অসম লড়াই মনে হলেও, ম্যাচটা গুরুত্বসহকারে নিচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া। কারণ পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়ার পরই আফগানিস্তানের অবস্থান।

সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১ উইকেটে হার ও বৃষ্টির কারণে বাংলাদেশের সাথে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় স্বস্তিতে নেই অজি শিবির। তাই কোনো রকম ঝুঁকি নিতে চাইবে না মাইকেল ক্লার্কের দল। আফগানদের রুখতে সেরা একাদশ নিয়েই মাঠে নামবে তারা।

অন্যদিকে আইসিসির সহযোগী দেশ আফগানিস্তানের রয়েছে চমক দেওয়ার ক্ষমতা। শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নাটকীয়ভাবে জয় তুলে নিয়ে দুই পয়েন্ট পেয়েছে আফগানরা।

সামিউল্লাহ শেনওয়ারির ৯৬ রানের ইনিংসটি আফগানদের জয়ে বড় ভূমিকা রাখে। অস্ট্রেলিয়ার বিপক্ষেও তাই তার দিকেই চেয়ে থাকবে পুরো আফগান শিবির।

ব্যাটিংয়ের চেয়ে বোলিং অনেকটাই শক্তিশালী আফগানদের। শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিয়েছিল আফগান বোলাররা। বিশেষ করে আফগান পেসার শাপুর জাদরান, দৌলত জাদরানরা ভয়ঙ্কর হয়ে উঠলে অন্যরকম কিছু হলেও হতে পারে ওয়াকা গ্রাউন্ডে।

অজিদের পেস অ্যাটাকের সামনে কঠিন পরীক্ষা দিতে হবে আফগান ব্যাটসম্যানদেরও। নিউজিল্যান্ডের বিপক্ষে লো-স্কোরিং ম্যাচে যেভাবে তাদের  পেসাররা গতির সাথে ছন্দময় বোলিং করেছে তাতে কঠিন বিপর্যয়ের মুখে পড়তে পারেন আফগান ব্যাটসম্যানরা।  

পার্থে খেলা হচ্ছে না অজি পেসার প্যাট কামিন্সের। অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোটা পান তিনি। তার পরিবর্তে আফগানদের বিপক্ষে খেলবেন আরেক পেসার জশ হ্যাজলউড। অপরদিকে অপরিবর্তিত থাকতে পারে আফগানিস্তানের একাদশ।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, মাইকেল ক্লার্ক (অধিনায়ক), স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ব্রাড হাডিন (উইকেটরক্ষক), মিচেল জনসন, মিচেল স্টার্ক,  জশ হ্যাজলউড।
 
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: আহমেদ জাজাই, জাভেদ আহমেদি, নওরোজ মঙ্গল, আসগর স্তানিকযাই, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আফতাব আলম, দৌলত জাদরান, হামিদ হাসান, শাপুর জাদরান।
 
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ০৩ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।