ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতকে টপকে অজিদের বিশ্বরেকর্ড

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
ভারতকে টপকে অজিদের বিশ্বরেকর্ড ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়লো অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ২৬তম ম্যাচে পার্থে আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে ৪১৭ রান করেছে অজিরা।



এর আগে ২০০৭ ওয়স্ট ইন্ডিজ বিশ্বকাপে বারমুডার বিপক্ষে ভারত পাঁচ উইকেটে ৪১৩ রান করেছিল।

এদিকে বিশ্বকাপে ‍অজিদের এর আগের সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ২০০৭ বিশ্বকাপে দক্ষিন আফ্রিকার বিপক্ষে। যেখানে দলটি ছয় উইকেট হারিয়ে ৩৭৭ রান করেছিল।

অস্ট্রেলিয়ার এ রেকর্ড রান স্পর্শ করতে দলের হয়ে সর্বোচ্চ ১৭৮ রান করেন ডেভিড ওয়ার্নার, এছাড়া সেঞ্চুরি থেকে মাত্র পাঁচ রান দুরে থাকতে (৯৫) আউট হন স্টিভেন স্মিথ। আর শেষ দিকে গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো ৩৯ বলে ৮৮ রানের সুবাদেই মূলত রেকর্ড গড়ে দলটি।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।