ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

এনামুলের বিশ্বকাপ শেষ, যাচ্ছেন ইমরুল

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৯, মার্চ ৫, ২০১৫
এনামুলের বিশ্বকাপ শেষ, যাচ্ছেন ইমরুল

ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন বাংলাদেশ দলের ওপেনার আনামুল হক বিজয়ের। তার বদলি হিসেবে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য বাংলাদেশ দলের আরেক ওপেনার ইমরুল কায়েসকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।



খেলা শেষে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এসব তথ্য জানান।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৩১তম ওভারে কোয়েতজারের ব্যাট থেকে আসা একটা বল বাউন্ডারি লাইন থেকে বাঁচাতে গিয়ে কাঁধে আঘাত পায় এনামুল।

পরে ডাক্তারি পরীক্ষা শেষে জানা যায় তার ডান কাঁধের হাড় কিছুটা সরে গেছে। ফলে বাংলাদেশের হয়ে বিশ্বকাপে আর খেলা হবে না এনামুলের। তবে তিনি দলের সঙ্গে থেকে চিকিৎসা নিবেন বলে বিসিবি সূত্রে জানা গেছে।

আইসিসির সবুজ সংকেত পেলে এনামুলের বদলি খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়া যাবেন ইমরুল কায়েস, এমনটাই জানা গেছে বিসিবি সূত্রে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।