ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

রনির সেঞ্চুরিতে ড্র করলো চট্টগ্রাম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, মার্চ ৫, ২০১৫
রনির সেঞ্চুরিতে ড্র করলো চট্টগ্রাম ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগে সিলেট  ও চট্টগ্রাম বিভাগের ম্যাচটি নিষ্প্রাণ ড্র হয়েছে। বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচের শেষ দিনে সিলেট বিভাগ দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ৮৮ রান তোলার পর নির্ধারিত সময়ের আগেই ড্র মেনে নেয় দু’দল।



ব্যাকফুটে থাকা চট্টগ্রামকে ম্যাচ ড্র করতে অবদান রাখেন ইফতেখার রনি। তার সেঞ্চুরিতে ফলো-অন এড়ালে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে বাধ্য হয় সিলেট বিভাগ।

সিলেটের করা ৫০৭ রানের জবাবে তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ছয় উইকেট হারিয়ে ১৫৭ রান তুলেছিল চট্টগ্রাম বিভাগ। সেখান থেকে রনির সেঞ্চুরিতে ৩৩২ রানে শেষ হয় চট্টগ্রামের প্রথম ইনিংস। ২২২ বল খেলে ১২৬ রানে অপরাজিত থাকেন এ ব্যাটসম্যান।

সিলেটের হয়ে আবুল হাসান ও আহমেদ সাদিকুর তিনটি করে উইকেট নেন।

অলক কাপালির ডাবল সেঞ্চুরি (২১১) ও রাজিন সালেহর সেঞ্চুরিতে (১১১) আট  উইকেটে ৫০৭ রান তোলার পর প্রথম ইনিংস ঘোষণা করেছিল সিলেট বিভাগ।

শামসুরের পাঁচ উইকেট
বিকেএসপির তিন নম্বর মাঠে ড্র হয়েছে ঢাকা মেট্টো-খুলনা ম্যাচ। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা খুলনা আট উইকেটে ৩৩১ রান তোলার পর ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক।

তুষার ইমরান ৭১, আবু বক্কর ৫৭ ও নুরুল হাসান ৬২ রান করে অপরাজিত থাকেন।

ঢাকা মেট্টোর হয়ে শামসুর রহমান নিয়েছেন পাঁচটি উইকেট। এছাড়া ইলিয়াস সানি দখলে নেন তিনটি উইকেট।

খুলনার করা  ৪১৬ রানের জবাবে ৩৪১ রানে শেষ হয় ঢাকা মেট্টোর প্রথম ইনিংস।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।