ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

দেশবাসীর প্রত্যাশা পূরণ করেছে টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪০, মার্চ ৫, ২০১৫
দেশবাসীর প্রত্যাশা পূরণ করেছে টাইগাররা রকিবুল হাসান

ঢাকা: এবারের বিশ্বকাপে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১০৫ রানের ব্যবধানে হারানোর পর বৃহস্পতিবার (০৫ মার্চ) নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষেও সহজ জয় পায় টাইগাররা।

৩১৯ রানের টার্গেটে নেমে চার উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। বিশ্বমঞ্চে লাল-সবুজদের হয়ে রেকর্ড রান তাড়া করে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।

‘যে প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে অংশ নিয়েছিল বাংলাদেশ সেটা পূরণ করেছে টাইগাররা। দেশবাসীর প্রত্যাশাটা ছিল অন্তত দু’টি ম্যাচ জেতা। ম্যাচ দুটি বাংলাদেশ দাপটের সঙ্গেই জিতেছে। ’ স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের পর বাংলানিউজকে এভাবেই নিজের অনুভূতির কথা জানান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান।

৩১৯ রান টপকে জয় ছিনিয়ে নিতে ভূমিকা রেখেছে বাংলাদেশের টপঅর্ডার। রানে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল-মাহমুদুল্লাহ রিয়াদরা। এ প্রসঙ্গে রকিবুল বলেন, ‘প্রথমবারের মতো আমাদের টপঅর্ডার ব্যাটসম্যানরা ফায়ার করেছে। অর্থাৎ, উপর থেকে সবাই রান করেছে। এরকম যদি তারা করতে পারে তাহলে হরহামেশাই ভালো করতে পারবে বাংলাদেশ। এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। ’

টস জিতে ফিল্ডিং নেওয়ায় মাশরাফির প্রশংসা করেছেন সাবেক এ ক্রিকেটার। ‘মাঠটা ছোট ছিল, ব্যাটিং উইকেটে রান টপকানোটা সহজ। সকালে উইকেটে স্যাতস্যাতে ভাব ছিল। টস জিতে ফিল্ডিং নেওয়াটা সঠিক হয়েছে। ’

পরের ম্যাচে ইংল্যান্ডকে হারাতে পারলেই শেষ আটে ওঠা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। তাই গুরুত্বপূর্ণ এ ম্যাচে বাংলাদেশ দলে একজন স্পিনারকে দেখতে চান রকিবুল হাসান।

‘বোলিংয়ে আরেকটু উন্নতি করতে হবে। স্কটল্যান্ড ম্যাচে বাড়তি স্পিনার যুক্ত করা হয়নি। হয়তো এটাই  স্ট্র্যাটেজি ছিল। আমরা ভালোভাবে জিতেছি এটাই বড় কথা। এখন একটা ক্ষেত্র তৈরি হয়ে গেল। হেড টু হেড। ইংল্যান্ডের সঙ্গে যেই জিতবে সেই চলে যাবে কোয়ার্টার ফাইনালে। আমি মনে করি, ইংল্যান্ডের বিপক্ষে অবশ্যই একজন স্পিনার যুক্ত করা উচিত। ’

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।