ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

হতাশায় পুড়ছেন কোয়েতজার

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১১, মার্চ ৬, ২০১৫
হতাশায় পুড়ছেন কোয়েতজার ছবি: সংগৃহীত

ঢাকা: নেলসনে স্কটিশ ব্যাটসম্যান কাইল কোয়েতজারের ১৫৬ রানের অসাধারণ ইনিংসের পরও সাকিব-তামিমদের ব্যাটিং নৈপুণ্যে ছয় উইকেটের সহজ জয় পায় বাংলাদেশ। দল হারলেও ম্যাচ সেরার পুরস্কার ‍উঠে কোয়েতজারের হাতে।

তার মতে, বোলিংয়ে যথেষ্ট চাপ প্রয়োগে ব্যর্থ হওয়াতেই স্কটল্যান্ড হেরেছে।

কোয়েতজার বলেন, ‘আমরা বাংলাদেশকে ৩১৯ রানের বড় টার্গেট দিয়েছিলাম। কিন্তু, বোলাররা প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ওপর বড় ধরণের কোনো চাপ পয়োগ করতে পারেনি। এই কারণেই আমাদের হারতে হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘ম্যাচের শেষ দিকে উইকেট ফেলতে পারলে ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণে থাকতো। প্রথমে ব্যাট করে বাংলাদেশকে চাপে রাখতে পারলেও বোলিংয়ে তা পারেনি। শেষের কয়েকটি ওভার গুরুত্বপূর্ণ ছিল। ঐ মুহূর্তে বোলাররা যদি চাপ প্রয়োগে সফল হতো তাহলে ফলাফলটা অন্য রকম হতো। ’

ত্রিশ বছর বয়সী এই ব্যাটসম্যান উল্লেখ্য করেন, ‘এই পরাজয় মেনে নেয়া যায়না। আমরা বেশ কয়েকটি রান আউটের সুযোগ হাতছাড়া করেছিলাম। এটিও পরাজয়ের অন্যতম কারণ। এ ধরণের ফলাফল আমাদের জন্য খুবই হতাশাদায়ক। ’

বাংলাদেশ সময়: ১২১২ ঘন্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।