ঢাকা: শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে দিমুথ করানারত্নের বদলি হিসেবে সিকুজি প্রসন্নের অন্তভুক্তিকে ছাড়পত্র দিয়েছে আইসিসি। এ নিয়ে লঙ্কান দলে চতুর্থ বারের মতো ক্রিকেটার বদল করা হলো।
সিডনিতে অনুশীলনের সময় বাঁহাতের আঙ্গুলে গুরুতর আঘাত পাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন লঙ্কান ব্যাটসম্যান করুনারত্নে। মূলত, আঙ্গুলে চিড় ধরার কারণেই এই বাঁহাতি ব্যাটস্যান খেলার অনুপযোগী হয়ে পড়েন। এই কারণেই তার বদলি হিসেবে ডাক পান অলরাউন্ডার প্রসন্ন।
লঙ্কানদের হয়ে এখন পর্যন্ত ২২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন প্রসন্ন। ব্যাটিংয়ে ১৮১ রান ও বোলিয়ে ২১টি উইকেট নিয়েছেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।
কলম্বোতে ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রসন্নের ওয়ানডে অভিষেক ঘটে। এই বিশ্বকাপ শুরুর আগে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও লঙ্কান দলে ছিলেন এই অলরাউন্ডার।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘন্টা, মার্চ ০৬, ২০১৫