ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

টপঅর্ডারের চারজন সাজঘরে

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৮, মার্চ ৬, ২০১৫
টপঅর্ডারের চারজন সাজঘরে

ঢাকা: শিখর ধাওয়ান, রোহিত শর্মা আর বিরাট কোহলি বিদায় নিলে টপঅর্ডারের আরেক ব্যাটসম্যান অজিঙ্কা রাহানেও বিদায় নিলেন। দলীয় ৭৮ রানের মাথায় রাহানে ভারতের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরত যান।

১৮তম ওভারে আউট হওয়ার আগে তিনি ১৪ রান করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের স্কোর ১৮ ওভার শেষে চার উইকেট হারিয়ে ৭৮ রান।

ওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেওয়া ১৮৩ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। ৪.১ ওভারে দলীয় ১১ রানে জেরম টেইলরের শিকার হন শিখর ধাওয়ান। ব্যক্তিগত নয় রান করে উইকেটের পিছনে স্লিপে দাঁড়ানো ড্যারেন স্যামির ক্যাচে পরিণত হন ধাওয়ান।

ধাওয়ানের পর রোহিত শর্মাও টেইলরের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। দলীয় ২০ রানের মাথায় টেইলরের করা সপ্তম ওভারের শেষ বলে উইকেটের পিছনে দিনেশ রামদিনের গ্লাভসবন্দি হন রোহিত। আউট হওয়ার আগে ১৮ বলে মাত্র ৭ রান করেন ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ দুটি ডাবল সেঞ্চুরির মালিক।

দলীয় ২০ রানের মাথায় ভারতের দুই ওপেনার সাজঘরে ফেরত গেলে ব্যাটিংয়ের দায়িত্ব নেন বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানে। তবে, ৪৩ রানের জুটি গড়ে কোহলি ব্যক্তিগত ৩৩ রান করে আন্দ্রে রাসেলের বলে স্যামুয়েলসের তালুবন্দি হন।

এর আগে এগারোতম বিশ্বকাপের ২৮তম ম্যাচে অস্ট্রেলিয়ার পার্থে এর আগে টস জিতে পুল ‘বি’র এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জ্যাসন হোল্ডার আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ৪৪.২ ওভারে ১৮২ রানেই গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ রান আসে ক্যারিবীয় দলপতি জ্যাসন হোল্ডারের ব্যাট থেকে। হোল্ডার ৬৪ বলে চারটি চার আর তিনটি ছয়ে করেন ৫৭ রান।

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন ড্যারেন স্যামি। আর ২১ রান করে করেন ক্রিস গেইল এবং জোনাথন কার্টার। আরও ২১ রান আসে অতিরিক্ত খাত থেকে।

ভারতের হয়ে তিনটি উইকেট নেন মোহাম্মদ সামি। দুটি করে উইকেট পান উমেস যাদব এবং রবীন্দ্র জাদেজা। এছাড়া একটি করে উইকেট দখল করেন রবিচন্দ্রন অশ্বিন ও মোহিত শর্মা।

এর আগে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে কোনো রকম পাত্তা না দিয়ে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত দাপট দেখিয়েছে ভারত। আর নিজেদের তৃতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকেও হারিয়েছে ৯ উইকেটের ব্যবধানে।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের চার ম্যাচে দুই জয়ে ঝুলিতে চার পয়েন্ট। প্রথম ম্যাচে আইসিসির সহযোগী দেশ আয়ারল্যান্ডের কাছেও হারের স্বাদ নিতে হয়েছিল জেসন হোল্ডারের দলকে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ০৬ মার্চ ২০১৫

** ফিরলেন কোহলি
** টিম ইন্ডিয়ার অর্ধশতক
** টেইলরের জোড়া আঘাত
** শুরুতেই ধাওয়ানকে ফেরালেন টেইলর
** ব্যাটিংয়ে নেমেছেন ভারতের দুই ওপেনার
** হোল্ডারের অর্ধশতকে ক্যারিবীয়দের সংগ্রহ ১৮২
** হোল্ডারের ফিফটির পর সাজঘরে টেইলর
** দলীয় দেড়শ রান পার করল ক্যারিবীয়রা
** সামির বলে ফিরলেন স্যামি
** ক্যারিবীয়দের তৃতীয় সর্বোচ্চ ‘মিস্টার এক্সট্রা’
** চরম বিপর্যয়ে ক্যারিবীয়রা
** অশ্বিনের প্রথম আর ক্যারিবীয়দের ষষ্ঠ উইকেট
** ক্যারিবীয় পাঁচ ব্যাটসম্যান সাজঘরে
** সামলে ওঠার চেষ্টায় ক্যারিবীয়রা
** বিপর্যয়ে ক্যারিবীয়রা
** ক্যারিবীয়দের দুই উইকেটের পতন
** শুরুতেই সামির আঘাতে সাজঘরে স্মিথ
** টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে টিম ইন্ডিয়া
** টস জিতে ব্যাটিংয়ে ক্যারিবীয়রা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।