ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

ম্যাচ সেরা সরফরাজ

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, মার্চ ৭, ২০১৫
ম্যাচ সেরা সরফরাজ ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপে পাকিস্তান দলে সুযোগই হচ্ছিল না সরফরাজ আহমেদের। প্রথম চার ম্যাচই ডাগ আউটে বসে খেলা দেখতে হয়েছিল তাকে।

ওপেনার নাসির জামসেদের বদলি খেলোয়াড় হিসেবে অবশেষ সুযোগ আসে দলে।

শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ন ম্যাচে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান দলকে রক্ষা করেন সরফরাজই। ওপেনিংয়ে নেমে খেলেন ৪৯ বলে ৪৯ রানের দুর্দান্ত এক ইনিংস। তার ব্যাটে চড়ে ২২২ রানের দলীয় পুঁজি পায় মিসবাহ-উল-হকের দল।

ব্যাটিংয়ের পর গ্লাভস হাতেও সফল ছিলেন সরফরাজ। পাকিস্তানের এই উইকেটরক্ষক নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। অকল্যান্ডের ইডেন পার্কে প্রোটিয়া ব্যাটসম্যানরা এদিন তাকে দু’হাত ভরে দিয়েছেন। ছয় ছয়টি ক্যাচ গ্লাভসবন্দি করেছেন তিনি। আর তাতে ২০২ রানেই শেষ হয়ে যায় প্রোটিয়া ইনিংস।

বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তার হাতে উঠেছে। তার চেয়ে বড় কথা এ জয়ে শেষ আটে ওঠার পথ মসৃন হয়েছে পাকিস্তানের। দলের এমন জয়ে অবদান রেখে গর্বিত হতেই পারেন ২৭ বছর বয়সী এই পাক ক্রিকেটার। সেই সাথে ধন্যবাদ দিতে পারেন প্রোটিয়া ব্যাটসম্যানদের।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ০৭ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।