ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যে মাঠে হচ্ছে শিরোপা নির্ধারণী ম্যাচটি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
যে মাঠে হচ্ছে শিরোপা নির্ধারণী ম্যাচটি ছবি: সংগৃহীত

ঢাকা: একাদশতম বিশ্বকাপের আর মাত্র একটি ম্যাচ বাকি। শিরোপা নির্ধারণী সে ম্যাচটি হবে অস্ট্রেলিয়ার মেলবোর্নে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড সংক্ষেপে এমসিজি, এ মাঠেই শিরোপার জন্য লড়বে বিশ্বকাপের দুই আয়োজক নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া।

আসুন জেনে নেওয়া যাক এ ভেন্যু সম্পর্কে।

অস্ট্রেলিয়ার পূর্ব মেলবোর্নের ইয়ারা পার্কে এ স্টেডিয়ামটি ১৮৫৪ সালে উন্মুক্ত করা হয়। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডটি নানা ভাবে আলোচিত। কারণ এ মাঠেই ইতিহাসের প্রথম টেস্ট ও প্রথম একদিনের ম্যাচ আয়োজন করা হয়েছিল। পাশাপাশি এ মাঠটি বিশ্বের ১১তম বৃহত্তর মাঠ।

১৮৭৭ সালে এ মাঠে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। সে ম্যাচটি অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। আর প্রথম ওয়ানডে ম্যাচটি হয়েছিল ১৯৭১ সালের ৫ জানুয়ারি। একই প্রতিপক্ষের বিপক্ষে খেলেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া।

এ মাঠের দর্শক ধারণক্ষমতা ১ লক্ষ ২৪ জন। তবে ১৯৭০ সালে ভিএফএল গ্র্যান্ড ফাইনালে চার্লটন বনাম কলিংউডের মধ্যকার খেলায় এ মাঠে ১ লক্ষ ২১ হাজার ৬৯৬ জন দর্শক খেলা দেখেছিল।

মেলবোর্নের দৈর্ঘ্য ১৭২.৯ মিটার এবং প্রস্থ ১৪৭.৮ মিটার। মেলবোর্নের পিচটিকে বলা যায় ব্যাটিং বান্ধব পিচ। এ মাঠের সর্বোচ্চ রান ৩৪৪ (বিশ্ব একাদশ)।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ২৮ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।