ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিং উইকেটের পক্ষে ইমরুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, মে ৩১, ২০১৫
ব্যাটিং উইকেটের পক্ষে ইমরুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: গেল পাকিস্তান সিরিজে প্রথম টেস্ট ম্যাচ ‘ড্র’ করে বাংলাদেশ। খুলনার ব্যাটিং সহায়ক উইকেট ও ব্যাটসম্যানদের দারুণ পারফরম্যান্সে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ ‘ড্র’ করার কৃতিত্ব দেখায় স্বাগতিকরা।

তবে, মিরপুরে স্পোর্টিং উইকেটে খেলতে নেমে দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনেই হেরে বসে বাংলাদেশ।

সেই সিরিজের অভিজ্ঞতাকে সামনে রেখে আসন্ন ভারত সিরিজে ব্যাটিং সহায়ক উইকেট বানানোর পক্ষে মত দিলেন জাতীয় দলের টেস্ট ওপেনার ইমরুল কায়েস। রোববার (৩১ মে) বিকেলে বাংলাদেশ দলের অনুশীলন শেষে সাংবাদিকদের ইমরুল বলেন, ‘ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে ব্যাটিং সহায়ক উইকেট বানালেই ভালো হয়। তাহলে অন্তত ম্যাচটা ‘ড্র’ করার সুযোগ থাকবে আমাদের। ’

ভারত সিরিজে কারা ফেবারিট-এমন প্রশ্নের জবাবে সরাসরি কিছু বলেননি ইমরুল কায়েস। তার মতে, ‘যারা ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে। ’

গেল পাকিস্তান সিরিজের চেয়ে ভারত সিরিজটা কঠিন হবে কী না-এমন প্রশ্নে ইমরুল বলেন, ‘পাকিস্তানের বোলিং অ্যাটাক ভালো ছিল। আমরা তাদেরকে সহজেই মোকাবেলা করেছি। ভারতের বোলিং অ্যাটাক কঠিন না হলেও ব্যাটিং লাইনআপ শক্তিশালী। ভারত তো অবশ্যই ভালো দল। ভালো ক্রিকেট খেললে প্রতিটি ম্যাচই জেতা সম্ভব। ’ 

ভারতের বিপক্ষে সিরিজ টেস্ট ম্যাচ দিয়ে শুরু হলেও মিরপুরে বাংলাদেশ দলের অনুশীলন দেখে বোঝার উপায় নেই-আদৌ টেস্ট ম্যাচের জন্য অনুশীলন কী না! কারণ, ব্যাটসম্যানদের ডিফেন্সিভ নকের চেয়ে অ্যাটাকিং শর্ট বেশি খেলতে দেখা গেছে শেষ দুই দিনের অনুশীলনে।

অনুশীলন প্রসঙ্গে প্রশ্ন করা হলে ইমরুল জানান, ‘আসলে টেস্ট ম্যাচের আগে আমাদের হাতে আরো ৭-৮ দিন সময় আছে। কোচ আমাদের বলেছেন নেটে প্রথম ২০টা বল যেন আমরা দেখে খেলি। এরপর যে যার মতো যেন ন্যাচারাল ব্যাটিংটা করি। যেহেতু আরো সময় আছে এ জন্য ন্যাচারাল শর্টগুলো অ্যাপ্লাই করছি। ’

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ৩১ মে ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।