ঢাকা: জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ৩৫তম আসরের খেলা সোমবার (০১ জুন) থেকে শুরু হচ্ছে। ৬৪টি জেলা দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট দেশের ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের সবগুলো ম্যাচই টার্ফে অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে যাবে মোট ৮টি দল।
এদের মধ্যে ঢাকা বিভাগের ২টি এবং অন্য ছয়টি বিভাগের একটি করে দল সুযোগ পাবে দ্বিতীয় রাউন্ডে খেলার।
এরপর দ্বিতীয় রাউন্ডে ৮টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এ দুই গ্রুপের সেরা দল টুর্নামেন্টের ফাইনালে অংশ নেবে। আগামি ২০ জুন খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ৩১ মে ২০১৫
এসকে/এমআর