ঢাকা, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

ক্রিকেট

আমিনুল হক মণি আর নেই

অঘোর মন্ডল, অতিথি লেখক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৫, জুন ১, ২০১৫
আমিনুল হক মণি আর নেই আমিনুল হক মণি

ঢাকা: বাংলাদশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক ও পরিচালক আমিনুল হক মণি আর নেই। দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পরে রোববার (৩১ মে) দিবাগত রাত ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)।



তার বয়স হয়েছিল ৬১ বছর। সোমবার (১ জুন) বাদ জোহর টিকাটুলি জামে মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

মোহাম্মদ আমিনুল হকের জন্ম ১৯৪৯ সালের ১লা মার্চ। মো: মোজাফফর আলী ও মোসাম্মৎ জামিলা খাতুন দম্পতির দ্বিতীয় সন্তান তিনি। মা আদর করে ডাক নাম রাখেন মণি এবং পরবর্তীতে পরিবার-পরিজন, বন্ধুমহল, ক্রীড়াঙ্গন এমনকি কর্মক্ষেত্রেও এই নামেই তিনি ব্যাপকভাবে পরিচিত হন।

তার বাবা ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা । ঢাকার মতিঝিল মডেল স্কুল থেকে ম্যাট্রিক, নটরডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি।

অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রেই প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি। সেই সঙ্গে ছোটবেলা থেকেই ক্রীড়ানুরাগী ছিলেন তিনি। সে ধারাবাহিকতায় পরবর্তীতে জাতীয় পর্যায়ের অন্যতম ক্রীড়া সংগঠক হিসেবে আবির্ভূত হন।

১৯৯১-৯৬ মেয়াদে বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন ছাড়াও বাংলাদেশ দাবা, জুড়ো-কারাতে ও টেবিল টেনিস ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব অত্যন্ত সফলভাবে পালন করেন। মোহামেডান স্পোটিং ক্লাবের সাবেক ভাইস-প্রেসিডেন্ট মো. আমিনুল হক বিভিন্ন ক্রীড়া সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৪১৩ ঘণ্টা, জুন ০১, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।