ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাপক পরিবর্তন আসতে পারে টেস্ট স্কোয়াডে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জুন ১, ২০১৫
ব্যাপক পরিবর্তন আসতে পারে টেস্ট স্কোয়াডে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আগামী ১০ জুন ফতুল্লায় অনুষ্ঠিত টেস্টে ভারতের বিপক্ষে ব্যাপক পরিবর্তন আসতে পারে বাংলাদেশ দলে। ২৩ জনের দল থেকে কয়েকদিনের মধ্যে ১৪ জনের চূড়ান্ত তালিকায় প্রকাশ করবে বিসিবি’র নির্বাচকরা।



গত ২৭ মে শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) বর্তমান ২৩ সদস্যের সবাই মাঠে খেলেছে। তবে এ সময় দলের তারকা ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, রুবেল হোসেন, সাকিব আল হাসান ও শফিউল ইসলাম ক্ষানিকটা ইনজুরিতে ছিলেন। কিন্তু বিসিবি থেকে জানিয়েছেন আগামী কয়েকেদিনের বিশ্রামে তারা পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

চূড়ান্ত দল নির্বাচনের আগে দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেছেন, ‘আমরা ২৩ সদস্যের এ দল থেকে অবশ্যই সেরা ক্রিকেটারদের বেছে নেব। মুশফিক অনুশীলনে ভালো ব্যাটিং করছে। সেই সঙ্গে তামিম, রুবেল ও শফিউলও ছিল দারুণ মেজাজে। ’

এদিকে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে পাঁচ উইকেট ও ৭১ রান করা শুভাগত হোম বিসিএলের শেষ ম্যাচে সেন্ট্রাল জোনের হয়ে একাই নেন নয় উইকেট। তাই ভারত সিরিজে আবারো দেখা যেতে পারে তাকে।

অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে সৌম্য সরকার দুই টেস্টে মাত্র ৭০ রান করলেও দু’দলের শেষ ওডিআইতে ১২৭ রানের ইনিংসটি তাকে আবারো দলে সুযোগ দেয়ার কারণ হতে পারে। এছাড়া বিসিএলে সাউথ জোন চ্যাম্পিয়ন হওয়ার পেছনেও সৌম্যর ছিল দারুণ ভূমিকা।

মিডলঅর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে ১১৯ রান করেন। তবে সদ্য শেষ হওয়া বিসিএলে সেন্ট্রাল জোনের হয়ে তার সেঞ্চুরিটি নির্বাচকদের নজর কেড়েছে।

জুবায়ের হোসেন, লিটন দাশ ও আবুল হোসেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দলে ছিলেন। তবে কোন ম্যাচ খেলার সুযোগ পাননি তারা। শেষ টেস্টে রুবেল হোসেন ইনজুরিতে থাকায় আবুল হোসেনের মাঠে নামার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত খেলেছেন শাহাদাদ হোসেন। তবে ইস্ট জোনের হয়ে আবুলের ছয় উইকেট দলে তার সুযোগের কেন্দ্র হতে পারে। কিন্তু গত বছর জিম্বাবুয়ে সিরিজের পর আন্তর্জাতিক কোন ম্যাচ না খেলা লেগ স্পিনার জুবায়েরকে নিয়ে নির্বাচকরা কিভাবে পর্যাবেক্ষন করছেন সেটা দেখার বিষয়।

ফারুক আহমেদ আরো বলেছেন, ‘আমি বলতে পারবো না কাকে দলের বাইরে রাখতে হবে। শুভাগত প্রথম শ্রেনীর ম্যাচে নয় উইকেট পাওয়ায় তার ভালো সুযোগ থাকছে। জুবায়ের অনেক দিন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। দেখা যাক কি হয়। ’

এদিকে লিটন দাশ বিসিএলে ইস্ট জোনের হয়ে ৩৮ ও ৭৪ রান করেছেন। তাই তার দিকেও নজর আছে নির্বাচকদের। আর রনি তালুকদার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকলেও ম্যাচে সুযোগ পাননি। অন্যদিকে গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের পর আর কোন ম্যাচ খেলেননি নাসির হোসেন।

ক্রিকইনফোর মতে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটকিপার), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, শুভাগত হোম, মোহাম্মদ শহিদ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আবুল হোসেন/শফিউল ইসলাম, জুবায়ের হোসেন ও লিটন দাশ।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।