ঢাকা: আসন্ন ভারত সিরিজকে অত্যন্ত গুরুত্বপূর্ন একটি সিরিজ হিসেবে দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার (০১ জুন) বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন বোর্ড প্রেসিডেন্ট।
পাপন বলেন, ‘ভারত সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের কাছে ভালো খেলাটাই আশা করছি। যে কোনো দলকে হারানোর মতো শক্তি অর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশ যেভাবে ব্যাটিংয়ে উন্নতি করেছে এর ধারাবাহিকতা ধরে রাখতে পারলে জয় আমাদেরই হবে। ’
ভারত সিরিজে আম্পায়ার ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) না থাকা প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘সফরে আসার আগেই ভারতীয় বোর্ড ডিআরএস না রাখার জন্য বিসিবিকে প্রস্তাব দেয়। সেজন্য দুই বোর্ডের সম্মতিতে আসন্ন সিরিজে এই পদ্ধতি (ডিআরএস) থাকছে না। ’
আইসিসি ওয়ানডে ৠ্যাঙ্কিংয়ে বাংলাদেশকে আরো একধাপ উপরে উঠতে হলে ভারত সিরিজে ভালো করতে হবে। আগামি সেপ্টেম্বরের মধ্যে যদি ৠ্যাঙ্কিংয়ের সেরা আটে উঠতে পারে তাহলে আগামি বছর অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে টাইগাররা।
বিশ্বকাপে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের কারণে ভারতকে হারানো না গেলেও এবার ঘরের মাঠে ভারত-বধের দারুণ এক সুযোগ বাংলাদেশের সামনে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ০১ জুন ২০১৫
এসকে/এমআর