ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-ভারত সিরিজের সময় নির্ধারণ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জুন ২, ২০১৫
বাংলাদেশ-ভারত সিরিজের সময় নির্ধারণ ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজের সূচি নির্ধারিত হয়েছে অনেক আগেই। এবার টেস্ট ও ওয়ানডে ম্যাচ শুরুর সময় নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।



ফতুল্লায় অনুষ্ঠিতব্য একমাত্র টেস্ট ম্যাচে (১০-১৪ জুন) প্রতিদিন খেলা শুরু হবে সকাল ১০টায়। এছাড়া মিরপুরে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে বিকাল ৩টায়। মঙ্গলবার (০২ জুন) এ তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

তিনি আরও জানান, ভারতীয় দল আগামি ৮ জুন বাংলাদেশে আসবে।

আগামি ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি। এরপর ১৮, ২১ ও ২৪ জুন মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ওয়ানডে ম্যাচগুলো।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ০২ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।