ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইসিসি’র নতুন প্রেসিডেন্ট জহির আব্বাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জুন ৩, ২০১৫
আইসিসি’র নতুন প্রেসিডেন্ট জহির আব্বাস জহির আব্বাস

ঢাকা: আ হ ম মুস্তফা কামালের পদত্যাগের পর এতোদিন শূন্য ছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি পদটি। আইসিসি’র প্রেসিডেন্ট পদে পাকিস্তানের সাবেক ক্রিকেটার জহির আব্বাসকে মনোনয়ন দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।



গত ০১ জুন প্রেসিডেন্ট পদ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন পাকিস্তানের নাজাম শেঠি। এরই ধারাবাহিকতায় জহির আব্বাসকে দায়িত্ব দেয় আইসিসি।

সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসের শেষে বারবাডোজে আয়োজিত আইসিসির বোর্ড সভায় নতুন সভাপতি হিসেবে জহির আব্বাসের মনোনয়ন অনুমোদন করার কথা। আগামী ১ জুলাই থেকে দায়িত্ব নেবেন নতুন প্রেসিডেন্ট আব্বাস। পরবর্তী এক বছরের জন্য তিনি দায়িত্ব পালন করবেন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সভাপতি পদে।

প্রেসিডেন্টের শূন্য পদে বসার জন্য জহির আব্বাসের সঙ্গে আরও ছিলেন দেশটির সাবেক ক্রিকেটার মাজিদ খান এবং আসিফ ইকবাল।

৬৭ বছর বয়সী জহির আব্বাসকে বলা হয়ে থাকে ‘এশিয়ান ব্রাডম্যান’। তিনি পাকিস্তানের হয়ে ৭৮টি টেস্ট এবং ৬২টি ওয়ানডে খেলেছেন। সাদা পোষাকে তার রান ৫০৬২ এবং রঙ্গিন পোষাকে আব্বাস করেছেন ২৫৭২ রান।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ০৩ জুন ২০১৫
এমআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।