ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন টেস্টের ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ স্পিনার সাঈদ আজমল।
গত সেপ্টেম্বরে বোলিং থেকে নিষেধাজ্ঞা পাওয়া আজমল বাংলাদেশের বিপক্ষে সিরিজে ফিরেছিলেন। ৩৭ বছর বয়সী আজমলকে ১৫ ডিগ্রির স্থলে ৪৫ ডিগ্রি কনুই ঘোরানোর জন্য নিষিদ্ধ করা হয়েছিল। টাইগারদের বিপক্ষে ফিরে তেমন সুবিধা আদায় করতে না পারায় পাকিস্তানের নির্বাচক কমিটি আজমলকে আসন্ন সিরিজ থেকে বাইরে রেখেছেন।
আজমলের সঙ্গে দলে জায়গা পান নি বাবর আজম, বিলাওয়াল ভাট্টি ও সামি আসলাম। তবে, দলে ফিরেছেন আহমেদ শেহজাদ, শান মাসুদ ও এহসান আদিল। আর ইনজুরির কারণে ছিটকে পড়েছেন রাহাত আলী, শোয়েব মাকসুদ ও সোহেল খানকে।
শ্রীলঙ্কা সফরে পাকিস্তান তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
পাকিস্তান দল: মিসবাহ উল হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, শান মাসুদ, আজহার আলী, ইউনিস খান, আসাদ শফিক, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ, জুলফিকার বাবর, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, ইমরান খান ও এহসান আদিল।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ০৩ জুন ২০১৫
এমআর