ঢাকা, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

ক্রিকেট

টেস্টে রিয়াদের বদলি নাসির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, জুন ৪, ২০১৫
টেস্টে রিয়াদের বদলি নাসির ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আঙ্গুলের ইনজুরির কারণে শেষ পর্যন্ত আসন্ন ভারতের বিপক্ষে একম‍াত্র টেস্ট থেকে ছিটকে পড়লেন জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমদুল্লাহ রিয়াদ। সুস্থ হতে রিয়াদের ৩-৪ সপ্তাহ সময় লাগবে।

আগামি কয়েকদিন তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিমের অধীনে পুর্নবাসন প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

এদিকে মাহমুদুল্লাহ রিয়াদের পরিবর্তে টেস্ট দলে অন্তর্ভূক্ত করা হয়েছে ডানহাতি ব্যাটসম্যান নাসির হোসেনকে।

বৃহস্পতিবার সকালে ফিল্ডিং অনুশীলনের সময় বাঁ-হাতে বলের আঘাতে ‍আঙ্গুলে চিড় ধরে ডানহাতি এই ব্যাটসম্যানের। রিয়াদের ইনজুরি প্রসঙ্গে বিসিবি’র চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, রিয়াদের বাঁ-হাতের আঙ্গুলে চিড় ধরেছে। এই চিড় সেরে উঠতে ৩-৪ সপ্তাহ সময় লাগবে। ’

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে ফিল্ডিং অনুশীলন করার সময় বলের আঘাতে আঙ্গুলে চোঁট পান রিয়াদ। এর পর তার আঙ্গুলে এক্স-রে করানো হয়। এক্স-রে রিপোর্টে চিড় ধরা পড়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়।

আগামি ১০ জুন থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা ০৪ জুন, ২০১৫
এসকে/এমএমএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।