ঢাকা: আঙ্গুলের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও একই দিনে ইনজুরিতে পড়েন।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, মাশরাফির সেরে উঠতে ৭-১০ দিন সময় লাগবে। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে আগামি ১৮ জুন। সেক্ষেত্রে ওয়ানডে সিরিজের আগেই মাশরাফি পুরোপুরি সেরে উঠবেন বলে আশাবাদী বিসিবি।
বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, ‘মাশরাফির হাতে ড্রেসিং ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা আশা করছি, ৭-১০ দিনের মধ্যে তিনি পুরোপুরি সেরে উঠবেন। ’
বৃহস্পতিবার সকালে মাশরাফি বাসা থেকে রিকশাযোগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসার পথে বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে যান। এতে দুই হাতের কব্জি ও হাঁটুতে আঘাত পান তিনি। দ্রুতই তার দুই হাত ও হাঁটুতে ব্যান্ডেজ করা হয়।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এসকে/এমএমএস